ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

টেকনাফে রাতের আধাঁরে কৃষকের সুপারী গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার ॥

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুরান পাড়া মৃত হাজী ছৈয়দ আহমদের ছেলে কৃষক বদিউজ্জামানের সুপারী বাগানের চারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

জানা যায়,শুক্রবার দুর্বৃত্তরা রাতের আধাঁরে সুপারী গাছের ৩০-৪০ টি চারা গাছ কেটেছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। শামলাপুর পুরানপাড়ার বদিউজ্জামানের সুপারী গাছের চারা গাছ গুলো পুর্বের শত্রুতা ছাড়া এমন কাজ কেউ করবেনা বলে মন্তব্য করেন স্থানীয়রা। সুপারী বাগান মালিকের বড় ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তারা।

সরেজমিনে দেখা গেছে, সুপারী বাগানের প্রায় চারা গাছ গুলো কাটা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। ৩০-৪০ টি সুপারীর চারা গাছ কাটাতে মালিকের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এই ব্যাপারে বদিউজ্জামান বলেন, রাতের আধাঁরে দুর্বৃত্তরা আমার সুপারী বাগানের ৩০-৪০ টির মত চারা গাছ কেটে দিয়েছে। এতে আমার ব্যাপক ক্ষতি হয়েছে।

পাঠকের মতামত: