ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

টেকনাফে নম্বরবিহীন ট্রাক চাপায় প্রাণ গেল মা-ছেলের

টেকনাফ প্রতিনিধি :: কক্সবাজারের টেকনাফে নম্বরবিহীন একটি ট্রাকের চাপায় মা-ছেলে নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে হোয়াইক্যং লম্বাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, কক্সবাজারমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় একটি নম্বরবিহীন মিনি ট্রাক(ডাম্পার)। এতে আহত ৫ জনকে উখিয়ার পালংখালী এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মা-ছেলের মৃত্যু হয়।

নিহতরা হলেন টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকার আবুল কালামের স্ত্রী ফাতেমা (১৯) ও তার দুই মাসের ছেলে আসওয়াত।

এ ঘটনায় দুর্ঘটনা কবলিত যানবাহন ২টি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

পাঠকের মতামত: