ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

টিউলিপের মেয়েকে কোলে নিলেন প্রধানমন্ত্রী

ুবুলগেরিয়ায় গ্লোবাল ওমেন লিডারস ফোরাম-এ অংশ নিতে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমানবন্দর থেকে সেন্ট জেমস কোর্ট তাজ হোটেলে পৌঁছেই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মেয়ে আজালিয়া জয় পার্সিকে কোলে তুলে নেন তিনি। পরম মমতায় বুকে চেপে ধরে চুমু এঁকে দেন শিশু আজালিয়ার কপালে।

ফুটফুটে নাতনি আজালিয়াকে এই প্রথমবারের মতো সামনাসামনি দেখলেন প্রধানমন্ত্রী।

গত ১২ এপ্রিল কন্যা সন্তানের মা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। এরপরই সদ্যজাত মেয়ের সঙ্গে ভক্ত ও অনুসারীদের পরিচয় করিয়ে দেন বাংলাদেশী বংশোদ্ভূত এই ব্রিটিশ পার্লামেন্ট সদস্য। নিজের ফেসবুক পেজে স্বামী ক্রিস পার্সি ও মেয়েসহ ছবি প্রকাশ করেন তিনি।

4HHj3JnJtW7m_1আজালিয়ার জন্মের পর আর তাকে দেখতে যাওয়ার সুযোগ হয়নি নানী শেখ হাসিনার। গ্লোবাল ওমেন লিডারস ফোরামে অংশ নেয়া উপলক্ষে এই প্রথম তাকে কোলে নিয়ে আদর করার সুযোগ পেয়ে গেলেন তিনি। এই সুযোগে সবাই মিলে ফ্যামিলি ফটোও তুলে নিলেন পরিবারের এই নতুন সদস্যের সঙ্গে।

 

পাঠকের মতামত: