ঢাকা,শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

image_150272_0ক্রীড়া প্রতিবেদক ::

ঢাকা: এশিয়া কাপের ত্রয়োদশ আসরের ফাইনালে টস জিতেছে ভারত। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাই বৃষ্টি ভেজা আর্দ্র কন্ডিশনে টসে হেরে ব্যাটিং নামছে বাংলাদেশ।
ফাইনালে বাংলাদেশের একাদশে আছে দুটি পরিবর্তন। একাদশে ঠাঁই পেয়েছেন নাসির হোসেন ও বাঁহাতি পেসার আবু হায়দার রনি। এশিয়া কাপের এই আসরে দুজনেরই এটি প্রথম ম্যাচ। বাদ পড়েছেন আরাফাত সানি ও মিঠুন। চার পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। মাশরাফির সঙ্গে থাকছেন তাসকিন, আল-আমিন ও আবু হায়দার রনি।

ভারতের একাদশে তিনটি পরিবর্তন আছে। আরব আমিরাতের বিপক্ষে খেলা হরভজন সিং, ভুবনেশ্বর ও পাওয়ান নেগি বাদ পড়েছেন। তাদের জায়গায় একাদশে এসেছেন রবীন্দ্র জাদেজা, আশীষ নেহেরা ও অশ্বিন।
ঝড়, বৃষ্টির বাধা ঠেলে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ-ভারত এশিয়া কাপ ফাইনাল। রাত সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচ। ফাইনাল ম্যাচের দৈর্ঘ্য হবে ১৫ ওভার। ফিল্ডিং বাধ্যবাধকতা তথা পাওয়ার প্লে থাকছে ৫ ওভার। একজন বোলার সর্বোচ্চ ৩ ওভার বোলিং করতে পারবেন।

পাঠকের মতামত: