ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

জেলায় ভোটার ১৬৫০৯৬০, কেন্দ্র ৫৫৬টি, পুরুষ ৮৭৩৪৮০, মহিলা ৭৭৭৪৭৮, হিজড়া ২

বিশেষ প্রতিবেদক, কক্সবাজার :: ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য্ কক্সবাজার জেলার ৪ টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৬ লক্ষ ৫০ হাজার ৯৬০ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৮ লক্ষ ৭৩ হাজার ৪৮০ জন এবং মহিলা ভোটার ৭ লক্ষ ৭৭ হাজার ৪৭৮ জন। হিজড়া ভোটার রয়েছে জেলার মধ্যে টেকনাফে মাত্র ২ জন। ৪ টি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ৫৫৬ টি। ভোট কক্ষ (বুথ) রয়েছে স্থায়ী ৩ হাজার ৫০৭ টি। পুরো জেলায় অস্থায়ী বুথ রয়েছে ১৬ টি। ৪টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন মোট ২৬ জন।

কক্সবাজারের জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
সুত্র মতে, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মোট ভোটার ৪ লক্ষ ৮৬ হাজার ২৫২ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ২ লক্ষ ৬০ হাজার ৪৮৮ জন এবং মহিলা ভোটার ২ লক্ষ ২৫ হাজার ৭৬৪ জন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৫৮ টি। মোট বুথ সংখ্যা এক হাজার ৪৩ টি। তারমধ্যে, পুরুষ বুথ ৫০৪ টি। মহিলা বুথ ৫৩৯ টি। এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোট ৭জন।

কক্সবাজার-১ আসনে চকরিয়া উপজেলায় মোট ভোটার ৩ লক্ষ ৫৩ হাজার ২৫২ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১ লক্ষ ৮৮ হাজার ৩৭৪ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৬৪ হাজার ৮৭৮ জন। জেলার ৯ টি উপজেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভোটার রয়েছে চকরিয়া উপজেলায়। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ১১৪ টি।

কক্সবাজার-১ আসনে পেকুয়া উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৩৩ হাজার জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৭২ হাজার ১১৪ জন এবং মহিলা ভোটার ৬০ হাজার ৮৮৬ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ৪৪ টি।

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে মোট ভোটার ৩ লক্ষ ৪৮ হাজার ১২৭ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১ লক্ষ ৮৫ হাজার ২৫৪ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৬২ হাজার ৮৭৩ জন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১১৮ টি। মোট বুথ সংখ্যা ৭৪০ টি। তারমধ্যে, পুরুষ বুথ ৩৪৯ টি। মহিলা বুথ ৩৯১ টি। এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোট ৬ জন।

কক্সবাজার-২ আসন- মহেশখালী উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৫২ হাজার ৬০৪ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১ লক্ষ ৩৪ হাজার ৭৫৮ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ১৭ হাজার ৮৪৬ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ৮১ টি।

কক্সবাজার-২ আসন- কুতুবদিয়া উপজেলায় মোট ভোটার ৯৫ হাজার ৫২৩ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৫০ হাজার ৪৯৬ জন এবং মহিলা ভোটার ৪৫ হাজার ২৭ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ৩৭ টি।

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁহ) আসনে মোট ভোটার ৪ লক্ষ ৮৯ হাজার ৬১০ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ২ লক্ষ ৬০ হাজার ৫৯৭ জন এবং মহিলা ভোটার ২ লক্ষ ২৯ হাজার ১৩ জন। জেলার ৪ টি আসনের মধ্যে সর্বোচ্চ ভোটার রয়েছে এ আসনে। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৭৬ টি। মোট বুথ সংখ্যা ১ হাজার ৩০ টি। তারমধ্যে, পুরুষ বুথ ৫৩১ টি। মহিলা বুথ ৩৯৯ টি। অস্থায়ী বুথ ১৬ টি। এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোট ৬ জন।

কক্সবাজার-৩ আসন- কক্সবাজার সদর উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ১৭ হাজার ১২২ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১ লক্ষ ১৫ হাজার ৫৩২ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ১৫ হাজার ৫৯০ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ৭৬ টি।

কক্সবাজার-৩ আসন- রামু উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৮৪ হাজার ৭৫১ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৯৭ হাজার ৫৭১ জন এবং মহিলা ভোটার ৮৭ হাজার ১৮০ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ৬৪ টি।

কক্সবাজার-৩ আসন- ঈদগাঁহ উপজেলায় মোট ভোটার ৮৭ হাজার ৭৩৭ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৪৭ হাজার ৪৯৪ জন এবং মহিলা ভোটার ৪০ হাজার ২৪৩ জন। এ উপজেলায় মোট ভোট কেন্দ্র ৩৬ টি। জেলার ৯ টি উপজেলার মধ্যে সর্বনিন্ম সংখ্যক ভোটার রয়েছে ঈদগাঁহ উপজেলায়।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে মোট ভোটার ৩ লক্ষ ২৬ হাজার ৯৭১ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১ লক্ষ ৬৭ হাজার ১৪১ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৫৯ হাজার ৮২৮ জন। জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে এ আসনে ভোটার রয়েছে সর্বনিন্ম। এ আসনে মোট ভোট কেন্দ্র ১০৪ টি। মোট বুথ সংখ্যা ৬৯৪ টি। তারমধ্যে, পুরুষ বুথ ৩৪৯ টি। মহিলা বুথ ৩৪৯ টি। এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোট ৭ জন।

কক্সবাজার-৪ আসনের উখিয়া উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৪৯ হাজার ৩১২ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৭৭ হাজার ৪৭ জন এবং মহিলা ভোটার ৭২ হাজার ২৪৫ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ৪৭টি।

কক্সবাজার-৪ আসনে টেকনাফ উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৭৭ হাজার ৬৫৯ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৯০ হাজার ৯৪ জন এবং মহিলা ভোটার ৮৭ হাজার ৫৬৩ জন। হিজড়া ভোটার ২ জন। জেলার টেকনাফ ছাড়া আর কোথাও হিজড়া ভোটার নাই। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ৫৭ টি।

কোন আসনে কতজন প্রার্থী :
কক্সবাজার জেলার ৪ টি সংসদীয় আসনে ২৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) :
এ আসনে প্রার্থী ৭ জন। ওয়াকার্স পার্টির আবু মোহাম্মদ বশিরুল আলম : প্রতীক-হাতুড়ি, স্বতন্ত্র কমর উদ্দিন : প্রতীক-কলার ছড়ি, স্বতন্ত্র জাফর আলম : প্রতীক-ট্রাক, স্বতন্ত্র তানভির আহমেদ সিদ্দিকী তুহিন : প্রতীক-ঈগল, ইসলামী ফ্রন্টের মুহাম্মদ বেলাল উদ্দিন : প্রতীক-মোমবাতি , কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইবরাহিম : প্রতীক-হাতঘড়ি এবং জাতীয় পার্টির হোসনে আরা : প্রতীক-লাঙ্গল।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) :
এ আসনে প্রার্থী ৬ জন।আওয়ামীলীগের আশেক উল্লাহ রফিক : প্রতীক-নৌকা, এনপিপি’র মাহাবুবুল আলম : প্রতীক-আম, বাংলাদেশ সুপ্রীম পার্টির মোহাম্মদ খাইরুল আমিন : প্রতীক-একতারা, ইসলামী ফ্রন্টের মোহাম্মদ জিয়াউর রহমান : প্রতীক-চেয়ার, বিএনএম এর মোহাম্মদ শরীফ বাদশা : প্রতীক-নোঙ্গর এবং ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ইউনুস : প্রতীক-মিনার।
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁহ) :
এ আসনে প্রার্থী ৬ জন। কল্যাণ পার্টির আবদুল আউয়াল মামুন : প্রতীক-হাতঘড়ি, বাংলাদেশ ন্যাশালিস্ট ফ্রন্টের মোহাম্মদ ইব্রাহীম : প্রতীক-টেলিভিশন, জাতীয় পার্টির মোহাম্মদ তারেক : প্রতীক-লাঙ্গল, ন্যাশনাল আওয়ামী পার্টির শামীম আহসান ভুলু : প্রতীক-কুঁড়েঘর, আওয়ামী লীগের সাইমুম সরওয়ার কমল : প্রতীক-নৌকা এবং স্বতন্ত্র ব্যারিস্টার মিজান সাঈদ : প্রতীক-ঈগল।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) :
এ আসনে প্রার্থী ৭ জন। জাতীয় পার্টির নুরুল আমিন সিকদার ভূট্টো : প্রতীক-লাঙ্গল, এনপিপি’র ফরিদ আলম : প্রতীক-আম, তৃনমূল বিএনপি’র মুজিবুল হক মুজিব : প্রতীক-সোনালী আঁশ, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ওসমান গনি চৌধুরী : প্রতীক-মিনার, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ ইসমাইল : প্রতীক-ডাব, আওয়ামী লীগের শাহীন আক্তার : প্রতীক-নৌকা এবং স্বতন্ত্র মোঃ নুরুল বশর : প্রতীক-ঈগল।
আগামী রোববার ৭ জানুয়ারি সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। প্রার্থীদের নামের আদ্যক্ষরের ক্রম অনুযায়ী নাম ও প্রতীক দিয়ে ব্যালট পেপার ছাপানো হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে।

পাঠকের মতামত: