ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

জেলা মাসিক আইনশৃংখলা কমিটির সভা

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার :::
জেলা মাসিক আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । ১৭ মে বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা সংসদ সদস্য আবদুর রহমান বদি। জেলা প্রশাসক মো: আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় এখন। আগাম সতর্কতা অবলম্বন করলে ক্ষয়-ক্ষতির পরিমাণ কম হওয়ার সম্ভাবনা থাকে। তাৎক্ষনিকভাবে মোকাবেলায় স্বাস্থ্য, ফায়ার ব্রিগেডসহ সংশ্লিষ্ট সকলকে প্রস্ততু থাকাতে হবে। পাশাপাশি স্কুল, কলেজসহ সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীদেরকে সামাজিক অবক্ষয়ে কেউ যাতে প্ররোচিত করতে না পারে সেদিকে সতর্ক থাকা জরুরী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পাচাররোধে সভা-সমাবেশ ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার ড.একেএম ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খালেদ মাহমুদ, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট একেএম লুৎফর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। সভায় বিভিন্ন সরকারী দপ্তর ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালান পাচার প্রতিরোধ, জমি অবৈধভাবে দখল প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে সচেতনতাবৃদ্ধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে আসন্ন পবিত্র রমজান মাসে খাদ্যদ্রব্যসহ বিভিন্ন পণ্যের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাজার নিয়ন্ত্রণ ও মনিটরিং বিষয়ক সভা। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: আলী হোসেন বলেন, পবিত্র রমজান মাসে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক রাখতে করনীয় বিষয়সহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা পর্যায়ে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার কার্যক্রম চালু রয়েছে। প্রকাশ্যে মূল্য তালিকা টাঙ্গানোর নির্দেশনা ইতিমধ্যে দেয়া হয়েছে।

পাঠকের মতামত: