ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

জেলা বিএনপি’র চকরিয়া ও মাতামুহূরী ইউপি নির্বাচন মনিটরিং কমিটি গঠিত

UP-Election-bnp20160222192723বার্তা পরিবেশক :

চকরিয়া উপজেলা ও মাতামুহূরী সাংগঠনিক উপজেলায় ২৩ এপ্রিল ও ৭ মে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনিত চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী কার্যক্রম প্রচারণা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কক্সবাজার ৭ সদস্য বিশিষ্ট একটি ‘মনিটরিং কমিটি’ গঠন করা হয়েছে ।

উক্ত কমিটির আহবায়ক হচ্ছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না , সদস্য হচ্ছেন এনামুল হক – সহ সভাপতি জেলা বিএনপি , জামিল ইব্রাহিম চৌধুরী – সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি , রফিকুল ইসলাম কাউন্সিলর – সভাপতি জেলা শ্রমিকদল , ছৈয়দ আহমদ উজ্জল – সভাপতি জেলা যুবদল , নাসিমা আকতার বকুল – সভাপতি জেলা মহিলা দল , রাশেদুল হক রাশেল – সভাপতি, জেলা ছাত্রদল ।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানা গেছে ।

পাঠকের মতামত: