এম.জিয়াবুল হক, চকরিয়া ::
প্রগতিশীল, বিজ্ঞান মনষ্ক লেখক অধ্যাপক জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে চকরিয়া প্রেস ক্লাবের উদ্যোগে এক প্রতিবাদ সভা মঙ্গলবার ৬ মার্চ বিকাল ৪টায় চকরিয়া পৌর শহরের ওশান সিটি কমপ্লেক্সের দ্বিতীয় তলাস্থ চকরিয়া প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
চকরিয়া প্রেসক্লাবের সভাপতি ও চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু। চকরিয়া প্রেসক্লাবের সদস্য মোঃ জুনাইদ উদ্দিনের সঞ্চলনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম চম্পা, বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সদস্য ও চকরিয়া বর্ণমালা একাডেমির চেয়ারম্যান আমিনুর রশিদ দুলাল।
সভায় বক্তব্য রাখেন চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রোস্তম গনি মাহমুদ, সহ সভাপতি বশির আল মামুন, কে এম নাছির উদ্দিন, মনির আহমদ, যুগ্ম সম্পাদক মিজবাউল হক, নির্বাহী সদস্য এস এম হানিফ, অর্থ সম্পাদক এম জিয়াবুল হক, ক্রীড়া সম্পাদক মোঃ মঞ্জুর আলম, প্রেসক্লাবের সদস্য ও সিটি কলেজের অধ্যাপক জেপুলিয়ান দত্ত, বাপ্পি শাহরিয়ার, মোহাম্মদ উল্লাহ, এ কে এম ইকবাল ফারুক, মোঃ শাহ আলম, চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষক ও সাংবাদিক মোঃ রিদুয়ানুল হক, বিএন স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ও সাংবাদিক মোঃ জুনাইদ উদ্দিন, শাহাদাত আলী জিন্নাহ, জিয়াউল হক জিয়া, নাজিম উদ্দিন, মোস্তফা কামাল, আবদুল হামিদ প্রমুখ
সভায় প্রধান অতিথি কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু বলেছেন, অধ্যাপক জাফর ইকবালের মতো আর্দশবান ও প্রগতিশীল চেতনার মানুষ থাকলে মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুখী সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। কারন এই ধরণের মানুষ দেশ ও জাতিকে কিছু দিতে চেষ্ঠা করেন। তাদের সুকর্মের কারনে দেশ এগিয়ে যায়। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে মুক্তচিন্তা ও প্রগতিশীল লেখক গবেষক বলতে অধ্যাপক জাফর ইকবাল দেশের জন্য একটি উজ্জল নক্ষত্র। জ্ঞানর্গভ লেখনীর কারনে স্বাধীনতা বিরোধী চক্র তার উপর ক্ষুদ্ধ। সেই কারনে পরিকল্পিতভাবে তার উপর ন্যাক্কার জনক হামলা চালানো হয়েছে।
সভায় বক্তারা আরও বলেন, অধ্যাপক জাফর ইকবালের উপর এ বর্বরোচিত হামলা শুধু মাত্র একজন প্রগতিশীল লেখকের উপর নয়, এ হামলা স্বাধীনতার পক্ষের যুক্তিনির্ভর শক্তির উপর করা হয়েছে। অবস্থাদৃষ্টে মনে হয় হামলাকারী একজন নয়, তার পেছনে অনেক বড় উগ্রবাদী গোষ্ঠি জড়িত আছে। তাদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। ##
পাঠকের মতামত: