ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

ছৌফলদন্ডীতে ভ্রাম্যমান হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন

এম আবু হেনা সাগর, ঈদগাঁও ::  কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ৯ই মে সকাল ১০টায় করোনা ভাইরাসের সংক্রমণ কালীনসময়ে ঘরে ঘরে চিকিৎসা সেবা কার্যক্রম এর আওতায় চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ভ্রাম্যমান হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম উদ্ভোধন করেন,বাংলাদেশ আওয়ামী লীগ,জাতীয় কমিটির সদস্য,সাবেক সাংসদ ও জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন, নারী নেত্রী ও মহিলা সাংসদ কানিজ ফাতেমা আহমেদ। জেলা প্রশাসক কার্যালয়ের এ.ডি.এম শাহাজান আলী, চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল,চৌফল দন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান,সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান,চৌফলদন্ডী আওয়ামী লীগ সভাপতি এহেছানুল হক ও নয়না পরিবার ট্রাস্টের উপদেষ্টা শাহাজান মনির,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহাজান মনির,নয়না পরিবার ট্রাস্টের সাধারন সম্পাদক হাসান মুরাদ আনাচ,জেলা শ্রমিকলীগ সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন শাওন, ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইরফানুল করিম, জেলা ছাত্রলীগ সদস্য তানজিদ ওয়াহিদ লোটাস,চৌফলদন্ডী ছাত্রলীগ সভাপতি মনজুর আলম,সাধারন সম্পাদক মিজানুৃর রহমান জিকুসহ নেতৃবৃন্দ। সর্বোপরি উক্ত সেবা কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিলেন, নয়না পরিবার ট্রাস্ট চৌফলদন্ডী। বক্তব্যে উদ্ভোধক ও প্রধান অতিথি পৃথক পৃথক বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন ও বর্তমান করোনা সংকট নিরসনে প্রধানমন্ত্রীর ভুমিকা তুলে ধরেন। এছাড়া সকল কে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলার আহ বান জানান।

পাঠকের মতামত: