চট্টগ্রামের চুনতির ঐতিহাসিক ১৯ দিনব্যাপী ৪৬তম সীরতুন্নবী (সা.) মাহফিলের আজ সমাপনী দিন। হযরত আলহাজ্ব শাহ্ মাওলানা হাফেজ আহমদ (রা. আ:) শাহ্ সাহেব এ সীরতুন্নবীর প্রবর্তন করেন। আজ সকাল ৯টায় শুরু হয়ে সারা দিন-রাতব্যাপী মাহফিল চলবে। সমাপনী দিনে নির্দিষ্ট বিষয়ের উপর কোরআন ও হাদিসের আলোকে তকরীর পেশ করবেন বায়তুশ শরফের পীর আলহাজ¦ শাহ্ মাওলানা কুতুব উদ্দীন, ঢাকা আরবী বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাওলানা আহসান সাইয়িদ, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ সাইয়িদ মাওলানা আবু নোমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুহিবুল্লাহ আল-বাকী আন্ নদভী, ঢাকার উত্তর বাড্ডা কামিল মাদ্রাসা জামে মসজিদের খতিব মাওলানা জাকারিয়া আল হোছাইনী, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা গিয়াস উদ্দীন তালুকদার, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের জুমা পূর্ব আলোচক মাওলানা খন্দকার মাহবুবুল হক, ঢাকার অধ্যাপক ড. হাফেজ মাওলানা শহিদুল ইসলাম বারাকাতি, ঢাকা ইসলামিক ব্যাংক শরীয়া বোর্ডের সাবেক মহাসচিব মাওলানা মুখলিছুর রহমান, আলহাজ¦ কাজী মাওলানা মো. নাছির উদ্দীন ও মাওলানা আবদুল কাদের। এছাড়াও সরকারী-বেসরকারী উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনীতিবিদরা মাহফিলে অংশ নেবেন। শুক্রবার ফজর নামাজের পূর্বে খুতবায়ে ছদর, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটবে। এতে ধর্ম-বর্ণ নির্বিশেষে যোগদান করার জন্য সীরত কমিটির সভাপতি ও শাহ্ সাহেব কেবলার দৌহিত্র মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, ইসমাইল মানিক, আনোয়ার কামাল, আব্দুল মালেক ইবনে দ্বীনার নাজাত ও শাহজাদা তৈয়বুল হক বেদার অনুরোধ জানিয়েছেন।
চুনতির ঐতিহাসিক সীরতুন্নবী (স.)’র সমাপনী দিন আজ
![](https://chakarianews.com/wp-content/uploads/2016/12/images2.jpg)
পাঠকের মতামত: