কক্সবাজার প্রতিনিধি :::
জেলায় চশমা ব্যবসায়ীর সংখ্যা বেড়েই চলেছে। যে যার ইচ্ছে মত গড়ে তুলেছেন চশমার দোকান। চোখের চিকিৎসা করে চশমা কিনে অনেকেই বিপাকে পড়ছেন। যার ফলে বিপুল টাকা খরচ করে চোখের চিকিৎসা করে ডাক্তারের ব্যবস্থাপত্র মতে চশমা না দিয়ে মনগড়া চশমা দেওয়ায় চোখের সমস্যা আরো বাড়ছে।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম জানান, চোখের চিকিৎসা করে সমস্যা আরো বেড়েছে। চিকিৎসক ঠিকমত ব্যবস্থাপত্র দিলেও দোকান থেকে চমশা কিনে প্রতারিত হয়েছি। পরিক্ষা করে চোখে যে সমস্যা ধরা পড়েছে সেভাবে চশমা দেয়নি দোকানদার। যার ফলে দুইবার চশমা পরিবর্তন করতে হয়েছে।
মহেশখালী সরকারি বার্মিজ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুল গফুর জানিয়েছেন, যারা চশমা বিক্রি করেন তাদের কোন অভিজ্ঞতা নেই। ব্যবস্থাপত্র মত চশমা দেওয়ার যোগ্যতা তাদের নেই। তারা মানুষের ক্ষতি হলেও মনগড়া চশমা দিয়ে থাকে।
প্রাপ্ত তথ্যে জানা যায় কক্সবাজার শহরে প্রতিটি চক্ষু হাসপাতাল ও চক্ষু চিকিৎসকের চেম্বারের পাশেই গড়ে উঠেছে অসংখ্য চশমা বিক্রির দোকান। তাদের প্রধান লক্ষ্য যেভাবেই হউক চশমা বিক্রি করে ব্যবসা চালিয়ে যাওয়া। তাদের দেওয়া চশমা ঠিকমত হচ্ছে কিনা তা দেখে না। দুর দুরান্ত থেকে আসা লোকজন চশমা নিয়ে বাড়ি গেলে তা সমস্যা হলেও ব্যবহার করে। ব্যবস্থাপত্রের সাথে মিল নেই এমন চশমা ব্যবহার করে চোখের রোগ আরো জটিল হয়েছে।
চকরিয়া ডুলাহাজারার ফজল করিম জানিয়েছেন, চোখে সমস্যা হওয়ায় কক্সবাজারের একজন চক্ষু বিশেষজ্ঞ থেকে ব্যবস্থাপত্র নিয়ে বের হলেই কয়েকজন লোক এসে বলে ভাল চশমা আমাদের দোকানেই রয়েছে। তাদের কথামত নেওয়া চশমা এক মাস ব্যবহার করার পর সমস্যা আরো বেড়ে যায়। পরে ওই ডাক্তারের কাছে পুনরায় এলে তিনি চশমা পরিক্ষা করে দেখে গরমিল পান। এরপর তিনি পরিবর্তন করে দেন।
বদরখালী বাজারের ব্যবসায়ি নুরুল আমিন জানিয়েছেন এই বাজারেও বিক্রি হচ্ছে পাওয়ার যুক্ত চশমা। তারা কিভাবে দেন আমাদের জানা নেই। গ্রামের লোক হওয়ায় কেউ অভিযোগ নিয়ে আসে না। তবে কোন সচেতন মানুষ বাজার থেকে (পাওয়ার যুক্ত)চশমা নেন না।
কক্সবাজার শহরে কর্মরত একজন চক্ষু চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ব্যবস্থাপত্রের সাথে মিল নেই এমন চশমা ব্যবহার করলে চোখের আরো ক্ষতি হবে। কিন্তু ক্ষতি হবে রোগীর, যারা বিক্রি করে তাদের লাভ ছাড়া ক্ষতি নেই। ব্যবস্থাপত্রের সাথে গরমিল চশমা শিশুরা ব্যবহার করলে বড় ধরণের ক্ষতি হয়ে যেতে পারে। চশমা ক্রয় করে তা পুনরায় ডাক্তারকে দেখানো দরকার। তাই এ ব্যাপারে সকলকে আরো সজাগ হতে হবে। চোখ অমূল্য সম্পদ যা ফিরে পাওয়া যায় না। কিন্তু এই স্পর্শকাতর চোখ নিয়েও কোনভাবেই গ্রহনযোগ্য নয়। এটি একটি অপরাধ।
এ ব্যাপারে কক্সবাজারের সিভিল সার্জেন ডাঃ পুচনু জানিয়েছেন, কোন প্রকার প্রশিক্ষণ ছাড়া (পাওয়ার যুক্ত) চশমা বিক্রি করা একটি অপরাধ। এতে রোগীর বড় ধরণের ক্ষতি হয়ে যেতে পারে। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশ:
২০১৬-১১-১৩ ০৪:২১:৩৩
আপডেট:২০১৬-১১-১৩ ০৪:২১:৩৩
- জমজম হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ডাক্তারের বক্তব্য
- চকরিয়ায় রেল স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করেছে দুবৃর্ত্তরা
- চকরিয়ায় অগ্নিকাণ্ডে ইলেকট্রনিক সামগ্রীর দুই দোকান পুড়ে ছাই,
- চকরিয়ায় মহাসড়কে ব্যাটারি চালিত থ্রি হুইলার গাড়ি চলাচল বন্ধে হাইওয়ে পুলিশের ক্যাম্পেইন
- চকরিয়ায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডে ৭ জন গ্রেফতার, ৩ জন জেলহাজতে
- নাইক্ষ্যংছড়িতে হতদরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
- সঙ্গী হাতির আক্রমণে কৃষক নিহত চকরিয়ায়
- কক্সবাজার প্রেসক্লাবকে বৈষম্য মুক্ত করতেই হবে
- চকরিয়ায় মাটির টপ সয়েল কেটে বিক্রি : অভিযানে স্কেভেটর ও তিনটি ডাম্পার গাড়ি জব্দ
- চকরিয়ার বদরখালীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ
- ফুলছড়িতে ৪৬ টুকরো গর্জন কাঠ ভর্তিগাড়ী জব্দ আটক-১
- চকরিয়ায় আ. লীগ নেতার গোয়ালঘর থেকে চোরাই গরু উদ্ধার
- চকরিয়ায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডে ৭ জন গ্রেফতার, ৩ জন জেলহাজতে
- রামুতে বিদ্যুৎ অফিসের দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরীর শাস্তির দাবিতে মানববন্ধন
- চকরিয়ায় রাতের আধারে গরীব মানুষের ঘরের দরজায় গিয়ে শীতের কম্বল দিয়েছেন ইউএনও
- চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বার্ষিক পুনর্মিলনী ও অভিষেক
- চকরিয়ার ডুলাহাজারা সাফারী পার্কে হাতি শাবকের ঠাঁই হলো
- চকরিয়ায় মাটির টপ সয়েল কেটে বিক্রি : অভিযানে স্কেভেটর ও তিনটি ডাম্পার গাড়ি জব্দ
- ঈদগাঁওতে অনলাইন প্রেস ক্লাবের অভিষেক ও প্রীতিভোজ অনুষ্টান
- সঙ্গী হাতির আক্রমণে কৃষক নিহত চকরিয়ায়
- চকরিয়ায় পুলিশের জালে দুই ডাকাত, অস্ত্র-গুলি উদ্ধার
- ফুলছড়িতে ৪৬ টুকরো গর্জন কাঠ ভর্তিগাড়ী জব্দ আটক-১
পাঠকের মতামত: