ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

চরম মৃত্যু ঝুঁকি নিয়ে কাজ করেন ক্যামেরাপার্সনরা -ইলেক্ট্রনিক মিডিয়া ক্যামেরাপার্সন এসোসিয়েশনের মিলনমেলায় বক্তারা

প্রেস বিজ্ঞপ্তি ::

কক্সবাজারে কর্মরত টেলিভিশন ক্যামেরাম্যানদের সংগঠন ‘ইলেক্ট্রনিক মিডিয়া ক্যামেরাপাসর্ন এসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকীর মিলনমেলা জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে। গত ২২ ডিসেম্বর রাতে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গনে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নে সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের মনোমুগ্ধকর উপস্থাপনায় অনুষ্ঠিত উক্ত মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আলী হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, কক্সবাজার চেম্বারের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমী, প্রথম আলো কক্সবাজার অফিসের স্টাফ রিপোর্টার আবদুল কুদ্দুস রানা, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র সাধারণ সম্পাদক হাসানুর রশীদ, দৈনিক কক্সবাজার’র পরিচালনা সম্পাদক মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের তত্ত্বাবধায়ক পিন্টু আরেং, হোটেল-মোটেল ও গেস্টহাউজ মালিক সমিতির সাংগঠনিক শফিকুর রহমান কোম্পানি, লিনেক্স কোম্পানির কক্সবাজার প্রতিনিধি রায়হান উদ্দীন চৌধুরী।

অনুষ্ঠানের অতিথিরা বলেন, টিভি মিডিয়া জগতের সম্মুখ যোদ্ধা হচ্ছেন ক্যামেরাপার্সনরা। তারা একটি সংবাদ তুলে আনতে চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখী হন । এতে তাদের জীবন প্রতি মুহূর্তে মৃত্যুর মুখে পতিত হয়। তবুও মৃত্যু চরম ঝুঁকি নিয়েও এক সংবাদের সচিত্র দৃশ্য ক্যামেরাবন্দি করেন তারা। তাদের ত্যাগের বিনিময়ে একটি ঘটনা বা দুর্ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে উঠে আসে বলেই দর্শকেরা প্রকৃত ঘটনা দেখতে পারে। এই ত্যাগ প্রতিটি মানুষের কাছে অনন্য।’

অতিথিরা বলেন, রোহিঙ্গা ইস্যুসহ নানা কারণে কক্সবাজারের সাংবাদিকদের অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হয়। এই কারণে অনেক সাংবাদিক ঠিকমতো পরিবারকে সময় দিতে পারেন না। এর মধ্যে ক্যামেরাপার্সনদের অবস্থা আরো নাজুক। প্রতিটি ঘটনায় সরাসরি ঘটনাস্থলে গিয়ে দৃশ্যধারণ করতে হয় বলে সকাল থেকে রাত অবধি নানা স্থানে দৌড়াতে তাদের। তাদের এই ত্যাগ ও অবদানে জাতি উপকৃত হচ্ছে। তাই তারা অত্যন্ত সম্মানের যোগ্য। তাদেরকে আমরা জনম জনম সম্মানিত করে যাবো।

মিলনমেলার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইলেক্ট্রনিক মিডিয়া ক্যামেরাপার্সন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওমর খান। উপস্থিত ছিলেন যমুনা টিভির কক্সবাজার প্রতিনিধি ইমরুল কায়েস, মোহনা টিভির জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপু, এসএ টিভির জেলা প্রতিনিধি আহসান সুমন, বৈশাখি টিভির জেলা প্রতিনিধি নেছার আহামদ, বাংলাটিভির জেলা প্রতিনিধি আমিনুল হক আমিন, শাহজাহান চৌধুরী শাহীন, এটিএন নিউজের জেলা প্রতিনিধি অর্পণ বড়–য়া, দৈনিক সকালের কক্সবাজার ও সিবিএন’র চীফ রিপোর্টার শাহেদ মিজান, পূর্বকোণ’র কক্সবাজার প্রতিনিধি আরফাতুল মজিদ, এশিয়ান টিভির প্রতিনিধি মো. শফিক, সকালের কক্সবাজার’র সিনিয়র রিপোর্টার আজিম নিহাদ, কক্সবাজার বাণীর মিজানুর রহমান। এছাড়াও ইলেক্ট্রনিক মিডিয়া ক্যামেরাপার্সন এসোসিয়েশনের সদস্যদের পরিবারের সদস্যসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইলেক্ট্রনিক মিডিয়া ক্যামেরাপার্সন এসোসিয়েশনের সভাপতি রোতাব চৌধুরী। এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

পাঠকের মতামত: