ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

চব্বিশ দিন পর ফিরে আসা জেলে হোছন ও জলিলের বিশ্বাস ঘূর্ণিঝড় নাডায় নিখোঁজ জেলেরা এখনো বেঁচে আছে

wwwশহীদুল্লাহ্ কায়সার :::

ঘূর্ণিঝড় নাডায় নিখোঁজ কক্সবাজারের ৭৪ জেলে এখনো সাগরে ভাসমান। জীবিত অবস্থাতেই আছে তারা। দেশের জলসীমার মধ্যে থাকতে পারে। নয়তো ভারত মহাসাগরের অন্তর্গত নিকোবর দ্বীপপুঞ্জে আছে। মারা গেলে মোবাইল অফ দেখাতো। জীবিত থাকার কারণেই মোবাইল নেটওয়ার্কের বাইরে প্রদর্শন করা হচ্ছে। একমাত্র সরকারি সহযোগিতা তাদের স্বদেশের মাটিতে ফিরে আনতে পারবে। কথাগুলো জোরের সঙ্গে বললোজেলে মো. হোছন প্রকাশ হোছন মাঝি এবং আব্দুল জলিল। দীর্ঘ ২৪ দিন পর সাগর থেকে দেশের মাটিতে ফিরে আসা এফবি আল্লাহ্র দান এ এসেছে তারা দু’জনসহ একই নৌকায় থাকা পাঁচ মাঝি-মাল্লা।

যাদের সকলেই কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়ননের সোনারপাড়ার ঘাটঘর পাড়ার বাসিন্দা। চলতি বছরের ৬ নভেম্বর ঘুর্ণিঝড় নাডার সময় তারা ছিলো বঙ্গোপসাগরে। ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকা নিয়ে কূলে ভিড়তে পারেন নি। ফলে অন্য অনেকের মতো তাদেরকেও বরণ করতে হয়েছিল।

পাঠকের মতামত: