ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৯৯ জন করোনা রোগী শনাক্ত

নিউজ ডেস্ক :: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৯৯ জন আক্রান্ত হয়েছে। বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৫৭৮টি নমুনা পরীক্ষায় সোমবার (৮ জুন) রাতে এই ফলাফল পাওয়া গেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি জানান, আক্রান্ত জনের মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় ৬৫ জন ও বিভিন্ন উপজেলায় ৩৪ জন রয়েছেন ।

ফৌজদারহাট বিআইটিআইডিতে ২৩২ নমুনা পরীক্ষায় চট্টগ্রামে ৩৬টি পজেটিভ। এর মধ্যে চট্টগ্রাম নগরীতে ১৭ জন ও উপজেলায় ১৯ জন আক্রান্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব ১২৫ নমুনা পরীক্ষায় চট্টগ্রামে ১৭টি পজেটিভ। এরা সকলেই নগরীর বাসিন্দা।

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ১৯৬ নমুনা পরীক্ষায় চট্টগ্রামে ৩৩টি পজেটিভ। এর মধ্যে নগরীতে ৩১ জন ও বিভিন্ন উপজেলার ২ জন রয়েছেন।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২৫ নমুনা পরীক্ষায় চট্টগ্রামে ১৩টি পজেটিভ। এদের সকলেই বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পাঠকের মতামত: