ঢাকা,বুধবার, ১ জানুয়ারী ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলছে ১৭ অক্টোবর থেকে

চবি সংবাদদাতা ::
অবশেষে আগামী ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। এর মধ্যে এক ডোজ টিকা দেওয়া সাপেক্ষে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে নীতিগত সিদ্ধান্তও নিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সিন্ডিকেটের এক্সট্রা অর্ডিনারি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। তিনি বলেন, ‌‘সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে আজ বিশদ আলোচনা হয়েছে। আমরা এক ডোজ টিকা দেওয়া সাপেক্ষে আগামী ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের খোলার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি।

পাঠকের মতামত: