ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় ৪৪টি পূঁজামন্ডপে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

চকরিয়া অফিস :   আর মাত্র ৪দিন বাকী সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গোৎসব। দূর্গোৎসবকে ঘিরে মন্ডপ গুলোতে নানা প্রস্তুতি। হাতের নিপুণ ছোঁয়ায় দেবী দুর্গার বিমূর্ত অবয়ব ফুটে তুলেছে মৃৎশিল্পীরা। চকরিয়া উপজেলার ৪৪টি পূজা মন্ডপে পুজারীরা নির্ভিগ্নে আসতে ব্যাপক নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার দেবী মর্ত্যলোকে আসছেন নৌকায় চড়ে, ঘোটকে চড়ে দেবলোকে প্রস্তান করবেন।

চকরিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ বলেন, উপজেলার এবার ৪৪টি মন্ডপে প্রতিমা পূঁজা এবং ৩৯টি মন্ডপে ঘট পূঁজা অনুষ্টিত হবে। এরমধ্যে চকরিয়া পৌরসভায় ৭টি, উপজেলার ফাঁসিয়াখালীতে ৬টি, কাকারায় ৩টি, বরইতলীতে ৬টি, হারবাংয়ে ৬টি, সাহারবিলে ২টি, ডুলাহাজারায় ৭টি, খুটাখালীতে ১টি, চিরিংগা ইউপিতে ১টি, কৈয়ারবিলে ৩টি ও পূর্ববড় ভেওলায় ২টি মন্ডবে প্রতিমা পূঁজা অনুষ্টিত হবে।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক মুকুল কান্তি দাশ বলেন, দূর্গা পূঁজা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্টান হলেও অন্য সম্প্রদায়ের লোকজনও এই উৎসবে সামিল হন। দেশের অন্যান্য জায়গার তুলানায় চকরিয়া একটি অসাম্প্রদায়িক এলাকা। এখানে সব ধর্মের মানুষ বিভিন্ন পূজাঁ-পর্বন ঈদসহ নানা আয়োজনে একসাথে মিলেমিশে উদযাপন করি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, দূর্গা পূঁজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করতে তিন স্তরের নিরাপত্তা বলয় থাকবে। মোতায়েন থাকবে পুলিশের মোবাইল টিম, র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স, আনসার ও ভিডিপি সদস্যরা। আশা করি সুষ্ঠভাবে দূর্গোৎসব সম্পন্ন হবে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূঁজা। এরমধ্যে পূঁজা কমিটি ও সনাতন ধর্মাবলম্বী নেতাদের সাথে নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। পূঁজায় যাতে ভক্তদের চলাচলে বিঘœ না ঘটে সেজন্য ইতোমধ্যে ৭টি রাস্তা সংস্কার করা হয়েছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কমিটির সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়েছে।

###############################

চকরিয়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

চকরিয়া অফিস:

যথাযোগ্য মর্যাদায় চকরিয়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়েছে। ১০অক্টোবর বুধবার বিকাল তিনটায় চকরিয়া আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের হল রুমে জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরাম বিকশিত নারী নেটওয়ার্ক সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কর্মনীড়ের নির্বাহী পরিচালক শাহেনা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন চকরিয়া আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুল কবির, বিশেষ অতিথি ছিলেন চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো মনজুর আলম এবং স্কুল কমিটির সভাপতি জিয়াউর রহমান, স্কুলের প্রধান শিক্ষক মাহফুজুল করিম। উপস্থিত ছিলেন, বিকশিত নারী নেটওয়ার্ক এর সদস্য সাজেদা বেগম, কর্মনীড়ের সদস্যা হাসিনা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মঈনুল হোসেন। পরে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পাঠকের মতামত: