এম.জিয়াবুল হক, চকরিয়া :: সরকারের স্বাস্থ্য মন্ত্রানালয়ের নির্দেশনার আলোকে গণটিকা কর্মসুচির আওতায় কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়নে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৭৫ হাজার নারী-পুরুষ। তদমধ্যে সরকারের ঘোষিত ২৬ ফেব্রুয়ারী গণটিকা দিবসের একদিনে উপজেলার চিরিঙ্গা,ফাসিয়াখালী, সাহারবিল, পুর্ববড় ভেওলা, বিএমচর, কোনাখালী, ঢেমুশিয়া, পশ্চিম বড়ভেওলা, বদরখালী, সুরাজপুর-মানিকপুর, বমুবিলছড়ি, কাকারা, কৈয়ারবিল, লক্ষ্যারচর, হারবাং, বরইতলী, ডুলাহাজারা ও খুটাখালী ইউনিয়নে টিকা নিয়েছেন ৩৬ হাজার ৭১২জন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা.শোভন দত্ত।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা.শোভন দত্ত বলেন, স্বাস্থ্য মন্ত্রানালয়ের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনার প্রায় দশদিন আগে চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়নে প্রতিদিনের টিকা কার্যক্রমের আওতায় উপজেলার সাড়ে ৫ লাখ জনগোষ্ঠির মধ্যে প্রথম ডোজ টিকা নেন ৫৫ শতাংশ মানুষ।
স্বাস্থ্য মন্ত্রানালয়ের ঘোষিত কর্মসুচি অনুয়ারী প্রতিটি ইউনিয়ন থেকে ৯০০ মানুষকে গণটিকার আওতায় সম্পৃক্ত করার নির্দেশনা দেওয়া হয়। তুলনামুলক চকরিয়া উপজেলায় জনসংখ্যার পরিমাণ বেশি থাকায় আমরা ২৬ ফেব্রুয়ারী গণটিকা কার্যক্রমের টার্গেট পুরণে আগে থেকে প্রস্তুতি নিই। সেইজন্য প্রত্যেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সহযোগিতা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী কাজ শুরু করেন।
এরই অংশহিসেবে ২৬ ফেব্রুয়ারীর আগে নতুন করে ২৫ হাজার মানুষকে প্রথমডোজ টিকা দিতে সক্ষম হই। আর ২৬ ফেব্রুয়ারী এক কোটি টিকাদান কর্মসুচির আওতায় চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়নে মোট ৩৬ হাজার ৭১২জন নারী-পুরুষকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়।
তিনি বলেন, গণটিকা কর্মসুচির পরবর্তী দুইদিন ২৭ ও ২৮ ফেব্রুয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান টিকাদান কার্যক্রমের আওতায় আরো ১৩ হাজার মানুষকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। সবমিলিয়ে স্বাস্থ্য মন্ত্রানালয়ের ঘোষিত কর্মসুচির আওতায় উপজেলার ১৮ ইউনিয়নে মোট ৭৫ হাজার নারী-পুরুষকে কোভিড প্রথম ডোজ টিকার আওতায় অর্ন্তভুক্ত করা সম্ভব হয়েছে।
ডা.শোভন দত্ত আরো বলেন, প্রথম ডোজ টিকাদান কার্যক্রম আগের মতো চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু রয়েছে। পাশাপাশি আগে যারা নিয়েছেন, তাদের মাঝে দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ টিকাদানও যথারীতি চলমান রয়েছে।
পাঠকের মতামত: