ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ও মালুমঘাট এলাকায় হাইওয়ে পুলিশের অভিযানে ফুটপাতের ২২টি অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মালুমঘাট হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে এসআই সেলিম মিয়াসহ পুলিশের একটিদল নিরাপদ সড়ক নিশ্চিতের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন।

মালুমঘাট হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ও মালুমঘাট এলাকায় র্দীঘদিন ধরে একাধিক চক্র রাজনৈতিক দাপট দেখিয়ে ফুটপাতের উপর ভাসমান দোকান গড়ে তুলে। এসব দোকানপাটের কারনে মহাসড়ক সরু হয়ে পড়ার ফলে নিত্যদিন উল্লেখিত পয়েন্টে ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটছে।

তিনি বলেন, দুর্ঘটনার পাশাপাশি সড়ক সরু হওয়ায় জনগনের চলাচলে দুর্ভোগও সৃষ্টি হচ্ছে। বিষয়টি আমাদের নজরে আসার পর গতকাল সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মহাসড়ক দখল করে ফুটপাতে গড়ে তোলা অন্তত ২০-২২টি অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। আগামীতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে। ##

পাঠকের মতামত: