ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় স্ত্রীর মামলায় সাজাপ্রাপ্ত স্বামী গ্রেফতার

এম.মনছুর আলম, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে যৌতুক ও নারী নির্যাতনে অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী রাহামত উল্লাহ (৩৮) নামের এক ব্যক্তিকে ঘটনার সাত বছর পর গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ এলাকার একটি ভাড়া বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত রাহামত উল্লাহ উপজেলার সাহারবিল ইউনিয়নের মাদ্রাসা পাড়া এলাকার নুরুল কবির প্রকাশ খুইল্যা মিয়ার ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ২০১১ সালে গ্রেপ্তারকৃত আসামী রাহামত উল্লাহ স্ত্রী জোসনা বেগম বাদি হয়ে যৌতুক দাবি ও নারী নির্যাতনের অভিযোগ এনে স্বামী রাহামত উল্লাহের বিরুদ্ধে আদালতে মামলা করে। ওই মামলায় আদালতে এক বছরের সাজা পরোয়ানা জারির পর পরই আত্মগোপনে চলে যায় রাহামত উল্লাহ।দীর্ঘ সাত বছর পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সাতকানিয়া এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করছে এমন সংবাদ পেয়ে সাজাপ্রাপ্ত ওই আসামী গ্রেপ্তার করা হয়। থানার এস আই অপু বড়ুয়া, এস আই প্রিয়লাল ঘোষ ও এএসআই আকবর মিয়া নেতৃত্বে সঙ্গীয় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি আরো বলেন, বুধবার সকালে ধৃত আসামীকে আদালতে পাঠালে বিজ্ঞ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বলে তিনি জানান।

পাঠকের মতামত: