ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় স্কুল ছাত্রীকে অপহরণে ব্যর্থ হয়ে হত্যা চেষ্টা! ঘাতক আটক

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়ায় এক স্কুল ছাত্রীকে জোরপূর্বক অপহরণে ব্যর্থ হয়ে গলা কেটে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত তৌহিদুল ইসলামকে (২২) আটক করেছে থানা পুলিশ। অভিযুক্ত তৌহিদ উপজেলার কাকারা ইউনিয়নের ৮ নং ওয়াডর্স্থ দক্ষিণ কাকারা এলাকার সিরাজ নূরের ছেলে।
ভিকটিম ওই শিক্ষার্থীরা বাবা উপজেলার দক্ষিণ কাকারা গ্রামের কামাল হোসেন বলেন, মঙ্গলবার রাত সাড়ে দশটার সময় একই এলাকার সিরাজ নূরের বখাটে ছেলে তৌহীদসহ আরো কয়েকজন আমার অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে অপহরণের চেষ্টা চালায়। এসময় সে অপহরণে ব্যর্থ হয়ে আমার মেয়ের গলায় চুরি পেচিয়ে হত্যার চেষ্টা করে। ঘটনার পরপর খবর দিলে পুলিশ এসে শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
মেয়েটির গলায় ১০ টি সেলাই দেওয়া হয়েছে । বর্তমানে মেয়েটি আশংকা মুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ভিকটিমকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই ঘটনার সাথে জড়িত তৌহিদকে আটক করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ##

পাঠকের মতামত: