এম জিয়াবুল হক, চকরিয়া ::
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট ২০২২ সরকারি প্রাথমিক বিদ্যালয়পর্যায়ে কক্সবাজারের চকরিয়া উপজেলা চ্যাম্পিয়ন হয়েছেন পুর্ব কোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ( বালক দল) ও ফাঁসিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। গতকাল সোমবার ১৮ জুলাই বিকালে চকরিয়া উপজেলা পরিষদস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ( মগবাজার কমিউনিটি মাঠ) অনুষ্ঠিত টুর্নামেন্টর ফাইনাল খেলায় ফেবারিট ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হযেছেন ফাঁসিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল। অপরদিকে একই স্টেডিয়ামে ফাইনালে বালক দলের খেলায় খুটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে ৩ -১ গোলে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হযেছেন পুর্ব কোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল।
তুমুল প্রতিদ্বন্দিতাপুর্ন ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জেপি দেওয়ান অনুষ্টানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন কক্সবাজার ১ ( চকরিয়া পেকুয়া) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।
চকরিয়া উপজেলা শিক্ষা অফিসার অঞ্জন চকবর্তীর সার্বিক তত্ত্বাবধানে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি মো রাহাত উজ জামান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক লায়ন কমরউদ্দিন আহমদ, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চন্দন কুমার চক্রবর্তী, সাংসদ আলহাজ জাফর আলমের সহধর্মিণী শাহেদা জাফর, চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু জাফর , কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, চকরিয়া উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি সেলিনা আক্তার, সাধারণ সম্পাদক মাস্টার তছলিম উদ্দিন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, এসএমসি কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলা শিক্ষা অফিসার অঞ্জন চক্রবর্তী বলেন, উপজেলা শিক্ষা বিভাগের অধীনে ৬টি ক্লাস্টার মোট ১৪৪ সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টে অংশ নেন। গত ৪ জুন থেকে উপজেলার ছয়টি ক্লাস্টার প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা অসাধারণ ফুটবল শৈলী উপহার দেন।
তিনি বলেন, মাসব্যাপী খেলা শেষে আমরা ১৪৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে চারটি বিদ্যালয়কে ফাইনাল খেলার জন্য বাছাই করি। সর্বশেষ ১৮ জুলাই চারটি বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা অসাধারণ ফুটবল খেলা উপহার দিয়ে মাঠে উপস্থিত হাজারো দর্শক এবং অথিতি সবাইকে মুগ্ধ করেছে। আমরা চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা বিভাগ বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড় কর্মকর্তা সবাইকে অভিনন্দন জানাই। ###
পাঠকের মতামত: