ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

চকরিয়ায় শেখ রাসেল মিনি ষ্টেড়িয়াম মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন

এম.মনছুর আলম, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়ায় সারাদেশের ন্যায় উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার বর্ণাঢ্য আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব১৭) আনুষ্টানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে চকরিয়া উপজেলা পরিষদ সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়াম (কমিউনিটি সেন্টার মাঠে) আনুষ্টানিক উদ্বোধনে রঙ্গিন বেলুল ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্টানের অতিথিরা এ টুর্নামেন্টের খেলা শুভ উদ্বোধন করেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ফজলুল করিম সাঈদীর সার্বিক তত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) আনুষ্টানিক ভাবে শুভ উদ্বোধন করেন,চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এম এ।

উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া পৌরসভার মেয়র মো: আলমগীর চৌধুরী, কক্সবাজার সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মো: মতিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরফাত, চকরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: বখতিয়ার উদ্দিন চৌধুরী, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী। এ ছাড়াও উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন জয়নাল, চিরিংগা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, চকরিয়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এম মনছুর আলম, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিন, বিএমচর ইউপি চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল, সহ উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব১৭) অনুষ্টিতব্য খেলায় উপজেলার ১৮ ইউনিয়ন,চকরিয়া পৌরসভা ও একটি বাই টীমসহ ২০টি ফুটবল টীম অংশ গ্রহণ করে। নক আউট পদ্ধতি ভিত্তিক উক্ত ফুটবল খেলা অনুষ্টিত হবে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ ফুটবল টীম বনাম ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ ফুটবল টীম। উক্ত খেলায় ডুলাহাজারা টীম ৪-১গোলে ফাঁসিয়াখালী ফুটবল টীমকে পরাজিত করে। প্রতিটি ফুটবল খেলায় বিচারকের রায়ে শ্রেষ্ট একজন ফুটবল খেলোয়াড়কে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার হিসেবে ১হাজার টাকা প্রাইজবন্ড প্রদান করা হবে।

পাঠকের মতামত: