ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় শিশু মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

nari nirjatonএম.জিয়াবুল হক,চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় ১২ বছর বয়সের এক শিশু মেয়েকে পানি আনতে বাড়িতে ঢেকে নিয়ে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। ওইসময় শিশুটির শোর চিৎকারে এলাকার বিপুল নারী পুরুষ ধর্ষকের বাড়ি ঘেরাও করে দরজা-জানালা ভেঙ্গে ওই শিশুকে উদ্ধার করে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের পালাকাটা আজল্লারপাড়া গ্রামে ঘটেছে এ ঘটনা।
আক্রান্ত শিশু কন্যার পিতা সুরুত আলম জানান, ওইদিন দুপুরে তার মেয়ে প্রতিবেশী আজিম উদ্দিনের (৫০) বাড়ি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এসময় লম্পট আজিম উদ্দিন ওই শিশুকে পানি আনার কথা বলে বাড়ির ভেতর ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশুর শোর-চিৎকারে প্রতিবেশি লোকজন এগিয়ে এসে বিষয়টি আচঁ করতে পেরে বাড়িটি ঘেরাও করে ওই শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। ঘটনার সময় জনগনের উপস্থিতি আঁচ করতে পেরে ধর্ষক আজিম উদ্দিন পালিয়ে যায়। পরে ওই শিশুকে তার মা বাবা উপজেলা হাসপাতালে ভর্তি করেন।
জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খাঁন বলেন, ঘটনার পর মা-বাবা শিশুটিতে থানায় নিয়ে আসে। পরে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত আজিম উদ্দিনের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাঠকের মতামত: