ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় শাখাখালের তীর থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::
কক্সবাজরের চকরিয়ায় একটি শাখা খালের তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
গতকাল রোববার (৫ মে) দুপুর ২টার দিকে চকরিয়া  উপজেলার খুটাখালী ইউনিয়নের পশ্চিমে বহলতলী মসজিদ ঘাটা এলাকার খালের তীর থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর হতে পারে।
মরদেহটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার বদরখালী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. মিজানুর রহমান। তিনি  বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারের নিহত ব্যক্তির মুখে রক্তের দাগ রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনার রহস্য জানা যাবে।

পাঠকের মতামত: