ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় শহীদ দৌলত খাঁনের স্বরণ সভা অনুষ্টিত

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

১৯৮৭ সালের ৫ডিসেম্বর স্বৈরচার বিরোধী আন্দোলনে চকরিয়ায় উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচী পালনকালে পুলিশের গুলিতে নিহত সাবেক ছাত্রলীগ নেতা শহীদ দৌলত খানের ৩১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৫ ডিসেম্বর) বিকাল তিনটায় চকরিয়া পৌরসভা ছাত্রলীগের আয়োজনে চকরিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের মনোনিত সংসদ সদস্য প্রার্থী ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ জাফর আলম এমএ।

চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেলে রানা পারভেজের সঞ্চালনায় শহীদ দৌলতের কথা স্বরণ করে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ জাফর আলম বলেন, ‘ ১৯৮৭সালের ৫ই ডিসেম্বর স্বৈরচার বিরোধী আন্দোলনে উপজেলা ঘেরাও কর্মসূচী পালনকালে পুলিশের গুলিতে নিহত হন। আজ সেই দিনের বিভীষিকাময় দিনের কথা আওয়ামী লীগের পরিবারের মাঝে ক্ষত স্থান হয়ে থাকবে। শহীদ দৌলত সারা জীবন আমাদের অন্তরে জীবিত থাকবে।

তিনি বলেন, ‘ ৩০ডিসেম্বর সংসদ জাতীয় নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করে ঘরে ফিরতে হবে। ডিসেম্বর বাঙ্গালি জাতির বিজয়ের মাস। বিজয়ের এই মাসে চকরিয়া-পেকুয়াবাসিকে নৌকার পালে বিজয়ের নতুন হাওয়া লাগাতে হবে। আগামী ৩০ ডিসেম্বর সংগ্রামী চকরিয়া-পেকুয়াবাসিকে মুক্তিযুদ্ধের চেতনায় নৌকার নতুন বিজয়ে শপথ নিতে হবে। এই শপথ শহীদ দৌলত খাঁনের আত্মত্যাগকে অনুপ্রেরণা যোগাবে। এইজন্য তাই আমি দলের সকলস্তরের নেতাকর্মীদের পাশাপাশি চকরিয়া-পেকুয়া আসনের সর্বস্তরের জনগনের কাছে আহ্বান জানাই, সরকারের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে টানা তৃতীয়বারের মত জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।’

অনুষ্ঠিত স্বরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বুলবুল, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সরওয়ার আলম, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, সহ-সভাপতি মকছুদুল হক ছুট্টো, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের জেষ্ঠ্য যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুল করিম সাঈদী, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন, উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, উজানটিয়ার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী, টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা পরিমল বড়–য়া, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন লিটন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত উসমান, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, উপজেলা কুষকলীগের সভাপতি সুলাল কান্তি সুশীল, পৌরসভা আওয়ামী লীগের ধর্ম সম্পাদক হুমায়ন কবির, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুজরুল ইসলাম, সাধারণ সম্পদক আমির হোসেন আমু, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহেদ উদ্দিন, পৌরসভার সহ-সভাপতি রাজু দাশ প্রমুখ।

এদিকে সকাল থেকে শহীদ দৌলত খানের কবরে পুষ্পমাল্য দিয়েছেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগ, শহীদ দৌলত স্মৃতি সংসদ, মাতামুহুরী থানা আওয়ামীলীগ, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগ, কোনাখালী ইউনিয়ন আওয়ামীলীগ, চকরিয়া উপজেলা যুবলীগ, মাতামুহুরী থানা ছাত্রলীগ ও কৃষকলীগ।

অপরদিকে একইদিন সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা তথা আওয়ামীলীগ (মহাজোট) মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করার অভিপ্রায়ে চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দলের প্রতিনিধি সভা মন্ডলপাড়া প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খ ম বুলেটের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের মনোনিত সংসদ সদস্য প্রার্থী ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ জাফর আলম।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, সিনিয়র সহসভাপতি সরওয়ার আলম, সহ-সভাপতি বাবু এমআর চৌধুরী, আলহাজ ফজলুল করিম সাঈদী, আবু মুছা, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজবাউল হক, উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবছার উদ্দিন মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, উপজেলা আওয়ামীলীগের সদস্য নুরুল আবছার সওদাগর, কবির হোসেন মেম্বার, সামসুল আলম মেম্বার, মেম্বার ছরওয়ার উদ্দিন মাহমুদ।

বক্তব্য রাখেন লক্ষ্যারচর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হাজি মহিউদ্দিন, চকরিয়া পৌরসভা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক লোটাস, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইকুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবাইদুল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন, তাতীলীগের সভাপতি হাজি জকরিয়া, আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন মোমেন, মুবিনুল হক, আকবর আহমদ, কামাল উদ্দিন, আবদুল মজিদ, জাফর আলম, আজহার উদ্দিন, সামিউল হক সৌরভ, মোহাম্মদ আইয়ুব প্রমুখ।

অন্যদিকে এদিন সকালে চকরিয়া পৌরসভার নামার চিরিঙ্গাসহ পৌরসভার বিভিন্ন অঞ্চলে জনগনের সঙ্গে কুশল বিনিময় করেছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের মনোনিত সংসদ সদস্য প্রার্থী চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ জাফর আলম। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার কাউন্সিলর মুজিবুল হক মুজিব, মিফতাব উদ্দিন চৌধুরী, সাবেক ছাত্রনেতা রনি চৌধুরী, হুমায়ুন কবির, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, পৌরসভার ৮নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হায়দার আলী, সাবেক সভাপতি শেফায়েতুল কবির চৌধুরী বাপ্পী, সাবেক সাধারণ সম্পাদক সাজিদ হোসেন শাকিব, সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মিঠু, জেলা ছাত্রলীগের সদস্য তারেকুল ইসলাম রাহিত, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ, ও সাবেক ছাত্রনেতা আবদুল বারেক টিপু প্রমুখ। #

পাঠকের মতামত: