নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়াস্থ আজিজনগর বাস স্ট্যান্ডের জেলা পরিষদ যাত্রী ছাউনির সামনের এলাকায় চট্টগ্রাম র্যাব-০৭ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মারছা পরিবহ চট্টমেট্রো ব- ১১-১১৭৫) বাসের যাত্রীকে তল্লাশি করে ২০ কেজি গাঁজাসহ ০২ জনকে আটক করে। এসময় অপর সহযোগি পালিয়ে যেতে সক্ষম হয়। আটকৃতরা সম্পর্কে স্বামী-স্ত্রী।
আটককৃত আসামী হলো- কক্সবাজারের কলাতলীয় আদর্শ গ্রামের ১২ নং ওয়ার্ডের আবদুল কুদ্দুস এর পুত্র. মোঃ স্বপন (২৪) ও তার স্ত্রী জাহেদা বেগম (২১) কে গ্রেফতার করে। পলাতক আসামী- একই ওয়ার্ডের মো: জাকির হোসেনের পুত্র মোঃ ফারুক (৩৫) বলে জানা গেছে।
র্যাব-৭ এর এসআই ও মামলার বাদী মো: মনিরুজ্জামান জানায়, পলাতক আসামী মোঃ ফারুকের নির্দেশে উক্ত মাদক ফেনী হতে সংগ্রহ করে কক্সবাজার এর উদ্দেশ্যে যাত্রী বেশে মারছা বাসে ওঠে। গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৩ আগষ্ট অভিযান পরিচালনা করা হয়। আসামীদের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
পাঠকের মতামত: