ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় রেলেলাইনে কাটা পড়ে  মানসিক প্রতিবন্ধী যুবক নিহত

এম জিয়াবুল হক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়ায় রেললাইনে কাটা পড়ে মো. ইব্রাহিম (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে চকরিয়া পৌরসভার পশ্চিম করাইয়াঘোনা হামিদআলী পাড়া এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম চকরিয়া পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের করাইয়াঘোনা এলাকার মো. জামাল হোসেনের  ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এসএম  শহিদুল ইসলাম।
এলাকাবাসীর বরাত দিয়ে চকরিয়া পৌরসভার স্থানীয় নারী কাউন্সিলর ফারহানা ইয়াছমিন ফোরকান বলেন, ইব্রাহিম একজন মানসিক  প্রতিবন্ধী ছিল। সে জন্মের পর থেকে ভবঘুরে জীবন যাপন করতেন।
শুক্রবার রাতে উদ্দেশ্যবিহীন ঘোরাঘুরির সময়  এক পর্ষায়ে বাড়ির অদুরে রেললাইনে গিয়ে বসে থাকে। গাড়ী মনে করে সে রেললাইন থেকে সরে যায়নি। হঠাৎ চট্টগ্রামগামী একটি রেল  ঘটনাস্থলে পৌঁছলে লাইনে কাটা পড়ে ইব্রাহিম মারা যায়। পরে স্থানীয়রা তার লাশ  উদ্ধার করে ।
পুলিশ জানায়, রেলটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ##

পাঠকের মতামত: