ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় যানজটমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়তে পৌর কিচেন মার্কেটের উদ্বোধন

chakaria-paura-cicent-market-15-4-16_1রুবিনা সোলতান রুবি, চকরিয়া:

চকরিয়া পৌরসভার জনগণের দীর্ঘ প্রত্যাশিত পৌরসদরের যানজটমুক্ত ও পরিচ্ছন্ন আধুনিক শহর গড়ার লক্ষ্যে গত ১৪ এপ্রিল’১৬ইং বাংলা নববর্ষের প্রথমদিন সকাল ১০টায় চকরিয়ার শহীদ আবদুল হামিদ পৌর বাসটার্মিনালে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে পৌর কিচেন্ট মার্কেট (কাঁচা বাজার)। পৌরসভার প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকানের সভাপতিত্বে ও পৌরসচিব মাসউদ মোর্শেদের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম বিএ(অনার্স)এমএ। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জহিরুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রশিদ দুলাল, ৮নং ওয়ার্ড নবনির্বাচিত কাউন্সিলর মুজিবুল হক মুজিব, ৬নং ওয়ার্ড নির্বাচিত কাউন্সিলর জিয়াবুল হক, ২নং ওয়ার্ড নির্বাচিত কাউন্সিলর রেজাউল করিম, ৫নং ওয়ার্ড নির্বাচিত কাউন্সিলর ফুরকানুল ইসলাম তিতু, ৯নং ওয়ার্ড নির্বাচিত কাউন্সিলর নজরুল ইসলাম, ৭,৮ ও ৯নং ওয়ার্ডে পূণরায় নির্বাচিত সংরক্ষিত কাউন্সিলর আনজুমান আরা বেগম। পৌর কর্মকর্তাদের মধ্যে হিসাব রক্ষণ কর্মকর্তা সফায়েত হোসেন, উপ-সহকারি প্রকৌশলী মৃনাল কান্তি ধর, ভারপ্রাপ্ত নকসাকার আবু রাসেদ মো: জাহেদ উদ্দিন, কর আদায়কারী জহিরুল মওলা, বিল্ডিং ইনস্পেক্টর রাজিফুল মোস্তফা চৌধুরী। ব্যবসায়ীদের মধ্যে চকরিয়া লামা আলিকদম রোড পরিবহন মালিক সমিতির সভাপতি ফরিদ আহমদ, চকরিয়া বিমানবন্দর রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুরুস শফি, ব্যবসায়ী জালাল উদ্দিন ও মো: ইসমাইল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের প্রধান অতিথি জাফর আলম তার বক্তব্যে বলেন, পৌর বাসটার্মিনালে কিচেন্ট মার্কেট (কাঁচাবাজার) প্রতিষ্ঠার ফলে এখন থেকে চকরিয়া পৌর শহর যানজটমুক্ত হবে এবং চিরিংগা কাঁচা বাজারের আরতের ময়লা আবর্জনা থেকে মানুষ পরিত্রাণ পাবে। পুরাতন কাঁচাবাজার সড়ক দিয়ে নির্বিঘেœ চলাচল করতে পারবে স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীরা সহ সাধারণ জনতা। তিনি বলেন, দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ কাঁচাবাজার হবে চকরিয়ায়। এখানে সরকারের পক্ষ থেকে কোটি কোটি টাকার ইনভেস্ট করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি বক্তব্যে বলেন, কিচেন্ট মার্কেট প্রতিষ্ঠার পরও কেউ আইন অমান্য করে চিরিংগা শহরে থেকে গেলে তাদের গ্রেফতার সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

পাঠকের মতামত: