ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১৩ ডাম্পার ট্রাক ও এস্কেভেটর আটক

Chakaria  Picture  29-02-2016এম.জিয়াবুল হক, চকরিয়া ::
চকরিয়ায় মাতামুহুরী নদীর জেগে উঠা চর থেকে অবৈধ পন্থায় বালু উত্তোলনকালে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১৩টি ডাম্পার ট্রাক ও একটি এস্কেভেটর (মাটি কাটার যন্ত্র) গাড়ি আটক করেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে মাতামুহুরী নদীর চিরিঙ্গা সেতু পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এক শ্রেনীর প্রভাবশালী ব্যক্তি মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে জেগে উঠা চর থেকে এস্কেভেটর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। এ অবস্থার কারনে সরকার বিপুল অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল। তিনি বলেন, বিষয়টি আদালতের নজরে আসলে সোমবার দুপুরে নদীর চিরিঙ্গা সেতু পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। ওইসময় বালু পরিবহনে নিয়োজিত ১৩টি ডাম্পার ট্রাক ও বালু কাটার জন্য ব্যবহৃত একটি এস্কেভেটর গাড়ি আটক করা হয়েছে। তবে ওইসময় বালু উত্তোলনে জড়িতরা কৌশলে পালিয়ে যায়। তিনি আরো জলেন, আটক করা এসব গাড়িগুলোর বিপরীতে ভ্রাম্যমান আদালতের আইন অনুযায়ী অর্থ জরিমানা করা হবে।

পাঠকের মতামত: