ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় মসজিদের উঠান থেকে কাফনের কাপড়সহ কার্টুনভর্তি নবজাতকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা কেন্দ্রীয় জামে মসজিদের উঠান থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় মুসল্লীরা। গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)  রাত ৯টার দিকে এশারের  নামাজ পড়ে মুসল্লীরা  মসজিদ থেকে বের হয়ে উঠানে কার্টুন দেখে সন্দেহ হলে খোলার পর নবজাতকের লাশ দেখতে পায় ।
এলাকাবাসী ও মুসল্লীরা জানান, মঙ্গলবার জোহরের নামাজের পর থেকে চকরিয়া সেন্ট্রাল কেয়ার হাসপাতালের নাম লেখা কালো পলিথিন মোড়ানো কার্টুনটি দেখতে পান। ভয়ে কেউ কার্টুনটি খুলে না দেখলেও এশার নামাজের পর মুসল্লীরা কার্টুনটি খুলে দেখতে পান ভেতরে কাগজে মোড়ানো নবজাতকের লাশ। সাথে কাফনের কাপড় ও দুই শত টাকাও রয়েছে।
পরে এলাকাবাসী চকরিয়া থানা পুলিশকে বিষয়টি  অবহিত করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী  বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে স্থানীয় কবরস্থানে এই নবজাতকের মরদেহ  দাফনের ব্যবস্থা করা হয়েছে। ##

পাঠকের মতামত: