এম.মনছুর আলম, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় উপকূলীয় ঢেমুশিয়া ইউনিয়নে অভ্যন্তরীণ ও প্রধান সড়কে পরিবেশ আইন লঙ্গন করে মাটি কেটে পুকুর খনন ও ডাম্পার ভর্তি মাটি নিয়ে যাতায়াতে মানুষের দুর্ভোগ সৃষ্টি হওয়ায় পরিবেশ সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩টি ডাম্পার (ট্রাক) জব্দ করেছে। এ সময় গ্রেপ্তার করা হয়েছে ডাম্পার গাড়ীর তিন চালককে।
ধৃত আসামীরা হলেন, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশ কাটা এলাকার মৃত মোজাফ্ফর আহমদের পুত্র হাকিম আলী (৪৫), একই এলাকার মৃত দেলোয়ার হোসেনের পুত্র মো:মনছুর (২৮) ও চকরিয়া পৌরসভার কাহারিয়া ঘোনা এলাকার নুরুল হোসেনের পুত্র মো:সাইফুল ইসলাম(২৫)।
আজ মঙ্গলবার (৩০জানুয়ারী) দুুপুর ২টার দিকে উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের প্রধান সড়কে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো:ইখতিয়ার উদ্দিন আরাফাত কাছে জানতে চাইলে তিনি বলেন, ঢেমুশিয়া ইউনিয়নে পুকুর খনন করে ডাম্পার (ট্রাক) ভর্তি মাটি নিয়ে মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কে যাতায়াতে মানুষের দুর্ভোগ সৃষ্টি করলে পরিবেশ সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩টি ডাম্পার (ট্রাক) জব্দ করা হয়েছে।
বিকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫(৬)এর (ঙ)ধারা মোতাবেক প্রতি গাড়ীকে ২০হাজার টাকা করে তিনটি গাড়ীতে ৬০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এবং গ্রেপ্তারকৃত চালকদের ছেড়ে দেওয়া হয়েছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান।
পাঠকের মতামত: