ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় ভেজাল খাদ্য সামগ্রী জব্দ : ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক ::
পবিত্র রমজান মাসকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় বিপুল পরিমাণ ভেজাল ঘি ও চা-পাতাসহ খাদ্য সামগ্রী জব্দ করা হয়েছে। ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানাও আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন এবং পৌরশহরে এ অভিযান চালানো হয়।
র্যা ব-১৫ কক্সবাজারের কোম্পানী সহকারি পরিচালক লে. কমান্ডার মাহাবুবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে ভেজাল ঘি, ভেজাল চা-পাতাসহ নানা ধরণের খাদ্য সামগ্রী তৈরী করছেন। এমন সংবাদের ভিত্তিতে র্যািব-১৫ এর একটি অভিযানিক দল উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ জামানকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভেজাল ঘি, ভেজাল চা-পাতাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়। পরে ভেজাল খাদ্য সামগ্রী তৈরী করার অপরাধে ২ লাখ টাকা জরিমানা এবং খাদ্য সামগ্রী গুলো নষ্ট করা হয়।
পরে অসামাজিক কার্যকালাপের অভিযোগে চকরিয়া পৌরশহরের বেশ কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কার্যকালাপ এবং লাইসেন্স না থাকায় চারটি আবাসিক হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ওশান সিলভার নামের একটি আবাসিক হোটেল সিলগালা করে দেয়া হয়।

চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামান বলেন, ভেজাল খাদ্য সামগ্রী তৈরী এবং আবাসিক হোটেলে অসামাজিক কার্যকালাপ চালানোর অভিযোগে অভিযান চালানো হয়। এসময় ভেজাল খাদ্য সামগ্রী তৈরীর অপরাধে ২ লাখ টাকা এবং হোটেলে অসামাজিক কার্যকালাপ এবং লাইসেন্স না থাকায় চারটি হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা ছাড়াও আরেকটি হোটেলকে সিলগালা করে দেয়া হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত: