ঢাকা,বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

চকরিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোডেকের বৃক্ষরোপণ

দেশের সনামধন্য এনজিও প্রতিষ্ঠান কোডেকের উদ্যোগে চকরিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা  প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। বুধবার (৬ নভেম্বর) পৌরসভার  প্রদীপালয় স্কুলে এবং
গত ১৭  সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলার পাঁচটিসহ মোট ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করে। প্রতিষ্ঠান গুলো হলো লক্ষ্যারচর ইউনিয়নের আমজাদিয়া  রফিকুল উলুম ফাজিল ( ডিগ্রী) মাদ্রাসা, সাহারবিল ইউনিয়নের দারুল হিকমাহ্ একাডেমী,বদরখালী ইউনিয়নের ভার্চু স্কুল অ্যান্ড কলেজ, কোনাখালী ইউনিয়নের হেদায়াতুল উলুম দাখিল মাদ্রাসা ও ঢেমুশিয়া ইউনিয়নের জিন্নত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়।
আম্রপালি, জাম,লিচু, পেয়ারা, আমড়া,নারিকেল, সুপারি,নিম,অর্জুন,  কৃষ্ণচূড়া,বকুল ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির সর্বমোট ৩২০টি গাছের চারা রোপণ করা হয়। সমস্ত গাছের চারা গরু-ছাগলের মতো সব ধরনের ঝামেলা থেকে মুক্ত রাখতে শক্ত জালের বেড়া দিয়ে সুরক্ষিত করা হয়েছে । এই পদক্ষেপগুলি প্রকল্প ফলাফল ০২ (সংক্ষিপ্তভাবে ইকোসিস্টেম পুনরুদ্ধার) এর অধীনে নেওয়া হয়েছিল। এবং প্রকল্পটি হল “ব্লু ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস”যা অক্সফ্যাম বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ান এইড এর সহায়তাপুষ্ট । প্রকল্পের সকল কর্মকর্তা যথাসময়ে এই কার্যক্রমগুলি সম্পন্ন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছেন। এটা একটা বড় আশা যে, কোডেক—এর এই উদ্যোগগুলি ইকোসিস্টেম পুনরুদ্ধারে অন্তত একটু হলেও ইতিবাচক পরিবর্তন আনবে।

পাঠকের মতামত: