ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় বিভিন্ন মামলার পলাতক ২১ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ টানা ৮ ঘণ্টা অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ ২১ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে।

রবিবার মধ্যরাত থেকে সোমবার (২৪ জুলাই) সকাল পর্যন্ত উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ঝটিকা অভিযান চালানো হয় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদের নেতৃত্বে।

এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার অপারেশন অফিসার উপ-পরিদর্শক রাজিব চন্দ্র সরকার। তিনি বলেন, ইদানিং বিচ্ছিন্ন কিছু অপরাধ সংঘটিত হওয়ায় অপরাধীদের আইনের আওতায় আনতে এই অভিযান।

তিনি আরও বলেন, অভিযানকালে জিআর পরোয়ানাভুক্ত ১১ জন, সিআর পরোয়ানার ৯ জন ও জিআর মামলার সাজাপ্রাপ্ত ১ জনসহ বিভিন্ন মামলার পলাতক ২১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: