ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় বন্যার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ মো. জিহান (১২) নামের এক শিশুর ভাসমান লাশ উদ্ধার হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার উপকূলীয় অঞ্চলের বদরখালী ইউনিয়নের গোঁয়াখালী পাড়া এলাকায় স্থানীয় লোকজন ওই শিশুর লাশ ভাসতে দেখে পরিবারের লোকজনের কাছে খবর দেয়। নিহত জিহান ওই এলাকার মো. এমরানের ছেলে।

চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূরে হোছাইন আরিফ পরিবারের উদ্বৃতি দিয়ে বলেন, বুধবার বন্যার পানিতে পরিবারের অজান্তে নিখোঁজ হয় জিহান। অনেক খোঁজাখুঁজির পর আজ ১০ আগষ্ট বেলা ১২টার দিকে স্থানীয় গোঁয়াখালী পাড়ায় তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, এ বিষয়ে নিয়ে খোঁজ নেয়া হচ্ছে।

পাঠকের মতামত: