ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

চকরিয়ায় বন্যহাতি আক্রমণে কৃষকের মৃত্যু

মুহাম্মদ মনজুর আলম, চকরিয়া ঃ  কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন। ৪ ডিসেম্ভর বুধবার ভোর ৫টার সময় উপজেলার হারবাং ইউনিয়নের আলিঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাবিন্দ্র বড়ুয়া জানু ইউনিয়নের পহরচাঁদাস্থ পশ্চিম বড়ুয়াপাড়ার গুরাধন বড়ুয়ার পুত্র।

নিহতের আত্মীয় শংকর বড়ুয়া চকরিয়া নিউজকে জানান, রাতে জাবিন্দ্র আলিঘোরায় নিজের ধানখেত পাহারা দিতে যায়। ৪ ডিসেম্ভর বুধবার ভোর ৫টার দিকে ধানখেত পাহারা দিয়ে বাড়ি ফেরার পথে একটি পালছুট বন্যহাতি জাবিন্দ্রকে আক্রমণ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হারবাং ইউনিয়নের চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান চকরিয়া নিউজকে জানান, হাতির আক্রমনে এক কৃষক নিহতের ঘটনাটি উপজেলা প্রশাসন এবং থানা পুলিশকে জানানো হয়েছে। প্রশাসনের অনুমতি সাপেক্ষে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

পাঠকের মতামত: