ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

চকরিয়ায় বঙ্গবন্ধু স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা ফলাফল ঘোষনা: বৃত্তি পেয়েছেন ৭৯জন ছাত্র-ছাত্রী

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ জাফর আলমের পৃষ্টপোষকতায় প্রাক্তন ছাত্রলীগ পরিষদ চকরিয়া পৌরসভা শাখার আয়োজনে অনুষ্ঠিত প্রথমবারের মতো বঙ্গবন্ধু স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা ২০১৯ সালের ফলাফল ঘোষনা করা হয়েছে। গত ২৯ নভেম্বর চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগের অধীন বিভিন্ন সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ততৃীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা জ্ঞান অন্বেশনে এই প্রতিযোগিতায় অংশনেন।

পরীক্ষা পরবর্তী খাতা মুল্যায়ন শেষে গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) আয়োজক কমিটির আহবায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব কামরুল ইসলাম রোমান, পরীক্ষা নিয়ন্ত্রক হোসেন আক্তার মারুফ ও কেন্দ্র সচিব মো.সালাহউদ্দিন সাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফল ঘোষনা করেন।

ঘোষিত ফলাফল ::

দ্বিতীয় শ্রেণী: গোল্ডেন এপ্লাস পেয়েছেন ৫৩১, ৫৭৯, ৩০৩, ৫৬৯, ৫৩৩, ১৬৫, ২৩৪, ২৮৫ মোট আটজন। এপ্লাস পেয়েছেন ৩০৭, ৩০৯, ৬০৯, ৫৩৮, ৫৩২, ১৭৫, ১৮০, ৪৬৩, ২৪৮ মোট ৯জন, এ পেয়েছেন ৪৪২, ২৯৭, ২৭৯, ৬৪২, ১৭৯, ৪৬১, ৬৪০, ২১৭, ৬৪৬, ৪৩০, ১৭২, ৩৯২, ৫৯৭, ২২১, ৫৮৭, ৪৫৪, ৩৯৪, ৩৫১, ৩৯৩, ৪৬২, ২৯২, ৫৪ মোট ২২জন।

তৃতীয় শ্রেণী :: গোল্ডেন এপ্লাস নেই। তবে এপ্লাস পেয়েছে দুইজন। তাঁরা হলেন ৬১৮ ও ৩১০। এ পেয়েছে ৩৯১, ১৮১, ১৭০, ৬১১, ৫৮৩, ২০০, ২৯১, ৪১৭, ৪৩১ মোট ৯ জন। অপরদিকে

চর্তুথ শ্রেণী ::  গোল্ডেন এপ্লাস পেয়েছে একজন। ভাগ্যবানের নাম্বার ০১। এপ্লাস পেয়েছে ৯জন। তাঁরা হলেন ১৮৫, ৩৭৪, ৪০০, ৫০৯, ১৭৮, ২৪২, ৩৭১, ১৮২, ৫৯৫। এ পেয়েছে ৩৭৩, ১৬৯, ৫৪, ২৫৪, ২১৩, ৩৬২, ২৪৩, ১৮৬, ৪৮১, ৩৭২, ১৮৮, ৬১০, ৫৩৯, ৩১২, ৫৩, ৩১৩, ৩১৪, ২৮৩, ৫২, ১৮৪ মোট ২০জন।

পাঠকের মতামত: