ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টে পৌরসভাকে হারিয়ে চ্যাম্পিয়ান ডুলাহজারা ফুটবল দল

সোলতানা পারভিন শিমু, চকরিয়া ::
চকরিয়ার শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে চকরিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট (অনূর্ধ্ব ১৭) ২০১৮ইং আজ  ১৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৩টায় ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। খেলার উদ্বোধন করেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম বিএ (অনার্স) এমএ।

প্রধান অতিথি ছিলের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) কক্সবাজার মাহিদুর রহমান। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত, চকরিয়া থানার ওসি মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা নুরুল আবছার, চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদী, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, ওসি ( তদন্ত) ইয়াছিন আরাফাত, শাহারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহসিন বাবুল, চিরিংগা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, প্যানের মেয়র বশিরুল আইয়ুব, চকরিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এম জাহেদ চেৌধুরী, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন, বমুবিলছড়ি ইউপি চেয়ারম্যান আবদুল মতলব, পৌর কাউন্সিলর মুজিবুল হক মুজিব, কাউন্সিলর নজরুল ইসলাম, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন, ক্রীড়া সংস্থার কর্মকর্তা শওকত হোসেন ও পরিমল বড়ুয়া প্রমূখ।

এসময় হাজার হাজার ক্রীড়ামোদি জনতার উপস্থিতিতে খেলায় চকরিয়া পৌরসভা দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান ট্রপি জিতে নিয়েছে ডুলাহজারা ইউনিয়ন ফুটবল দল। খেলা শেষে অনুষ্টানে আগত প্রধান অতিথিসহ প্রশাসনের কর্মকর্তারা বিজয়ী ফুটবল দলের হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন।

পাঠকের মতামত: