ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় ফার্মাসিউটিক্যাল ম্যানেজার এসোসিয়েশনের আত্মপ্রকাশ 

প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বায়ো ফার্মার সিনিয়র কর্মকর্তা (এ.এস.এম) বোরহান উদ্দিন, দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সোমাটেক ফার্মার (এ.এস.এম) কর্মকর্তা এইচ এম হারুনর রশীদ। অধিবেশন অনুসারে সঞ্চালনা করেন জাবেরুল ইসলাম,আবু রাশেদ মোহাম্মদ ফয়সাল।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আরএসএম এসোসিয়েশন কক্সবাজারের সভাপতি মনজুর আলম, কেন্দ্রীয় ফারিয়ার সভাপতি শফিকুর রহমান,কেন্দ্রীয় ফারিয়ার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,আরএসএম এসোসিয়েশনের কক্সবাজার সিনিয়র সহ-সভাপতি মো:শাহিন,ম্যানেজার এসোসিয়েশনের কক্সবাজার সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় ফারিয়া সভাপতি আবু সুফিয়ান, রফিকুল ইসলাম, আনছার উদ্দিন, মিছবাহ উদ্দিন দিদার।কামাল উদ্দিন, নিবেদন কান্তি দে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের সাপ্তাহিক ছুটি নিশ্চিত করতে হবে,বেতন কাঠামো গঠন, শ্রমনীতি অনুযায়ী বেতন-বোনাস প্রদান। প্রেসক্রিপশন সার্ভে ও ক্রেডিট কালেকশন বন্ধ করতে হবে । শ্রমআইন মেনে নিয়োগ ও ছাটাই, পুঞ্জীভূত ট্রেড ইউনিয়নের সুযোগ দেওয়ার দাবি জানান।

পরে ২০২৫-২৬ সেকশনের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি সাদরুল মামুন, সহ-সভাপতি আবু রাশেদ মোহাম্মদ ফয়সাল, সহ-সভাপতি জাহেদুল হক। সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান,সহ-সাধারণ সম্পাদক রনজিত দাস,সহ সাধারণ সম্পাদক জিএম মনিরুজ্জামান মনির।সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন, অর্থসম্পাদক শওকত ওসমান,ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক বোরহান উদ্দিন, দপ্তর ও প্রচার সম্পাদক আতিকুর রহমান মনোনীত হয় । কার্যকরী সদস্য মনোনীত হয়, শফিউল আলম, আবদুল গনি,জন্টু কুমার দাস।

পাঠকের মতামত: