ঢাকা,বুধবার, ২০ নভেম্বর ২০২৪

চকরিয়ায় প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ বন্ধ, ১০ হাজার টাকা জরিমানা আদায়

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া ::

চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নে এক স্কুল পড়ুয়া শিক্ষার্থীর বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন। এসময় বাল্য বিবাহ নিরোধ আইনে মেয়ের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বাল্য বিবাহের খবর পেয়ে সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নে ৪নং ওয়ার্ড এলাকায় স্কুলছাত্রীর এ বিবাহ বন্ধ করা হয়। এর আগে দিনক্ষণ নির্ধারণ করে পূর্ব পরিকল্পনা মতে এ বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন করে মেয়ের বাবা আবু বকর ও তার স্বজনরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বলেন, সুরাজপুর মানিকপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড়ের আবু বকরের মেয়ে স্কুল পড়ুয়া দশম শ্রেণীর ছাত্রী বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। এসময় বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী মেয়ের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা এবং ১৮ বছরের পূর্বে বিয়ে দিবে না মর্মে মুচলেকা সম্পাদন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়েছে বলেও তিনি জানান।

পাঠকের মতামত: