ঢাকা,শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

চকরিয়ায়  পৌরসভার  ওয়ার্ডে ৪৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন

এম.জিয়াবুল হক, চকরিয়া ::  চকরিয়া পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের করাইয়াঘোনাস্থ নাছিমা ট্রাস্টের উদ্যোগে করোনা ভাইরাসের দুর্যোগ দুর্দিনে এলাকার কর্মহীন শ্রমজীবি গরীব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ১৬ এপ্রিল সকালে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে হতদরিদ্র ও জীবিকা হারানো এসব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান।

চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের সমাজ সেবক আবুল কালাম এবং তাঁর পরিবারের ব্যক্তিগত তহবিলের অর্থায়নে নাছিমা ট্রাস্টের উদ্যোগে এদিন চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের করাইয়াঘোনা ও কাহারিয়াঘোনা এলাকার ৪৫০টি অসহায় ও দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ফোরকানুল ইসলাম তিতু, ওয়ার্ড যুবলীগের সভাপতি আমিনুল মোস্তাফা সিকদার মানিক ছাড়াও এলাকার বিশিষ্টজন। #

পাঠকের মতামত: