ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় পুকুরে মাছ ধরতে গিয়ে  বিদ্যুতায়িত হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

  1. নিজস্ব প্রতিবেদক,চকরিয়া

    চকরিয়ায় বাড়ির পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তৌহিদুল ইসলাম মানিক (২১) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৩১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের হালকাকারা সওদাগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত তৌহিদ ওই এলাকার নুরুল ইসলামের ছেলে এবং চকরিয়া সরকারী কলেজের অর্থনীতি অনার্স প্রথম বর্ষের অধ্যায়নরত।

    এলাকাবাসীর বরাত দিয়ে স্থানীয় পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন, গতকাল দুপুরে বাড়ির পেছনে পুকুরে মাছ ধরতে যায় তৌহিদ। এসময় জমিতে সেচ দিতে বসানো একটি পাম্পের বিদ্যুৎ লাইন থেকে পানিতে বিদ্যুতায়িত হলে পুকুরে মাছ ধরা অবস্থায়  তৌহিদ মারা যায়।

    চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে। কোন ধরণের অভিযোগ নাই মর্মে পরিবারের আবেদন সাপেক্ষে মরদেহ হস্তান্তর করা হয়েছে

পাঠকের মতামত: