ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় পানিতে থাকা পাইপের ভেতরে আটকা পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে পানিতে থাকা একটি পাইপের ভেতরে আটকা পড়ে মোঃ হাসান (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে স্থানীয় পূর্ব মাইজপাড়া গ্রামের মোঃ মুরাদের ছেলে। গতকাল শুক্রবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, স্থানীয় মুরাদের বাড়ির পাশে দিয়ে ডুলাহাজারা বগাছড়ি খালের সাথে বার্ষায় জমে থাকা পানি নিষ্কাশনের জন্য একটি আরসিসি পাইপ বসানো হয়। ঘটনার দিন শুক্রবার সকালে লোকচক্ষুর অন্তরালে শিশু হাসান পানির স্রোতে পড়ে ওই পাইপের সাথে আটকে যায়। পরে পথচারীরা শিশুটিকে দেখতে পেয়ে এলাকার লোকজনকে খবর দেয়। তাৎক্ষণিক স্বজনরা এগিয়ে এসে ঘটনাস্থল থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন পানিতে পড়ে শিশু মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।##

পাঠকের মতামত: