ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় পাঁচ ফার্মেসীকে জরিমানা,ঔষুধ ধ্বংস

জিয়াউল হক জিয়া ::চকরিয়াঃ  কক্সবাজারের চকরিয়ায় নিষিদ্ধ ঔষুধ ক্রয়,বিক্রয়ের দায়ে পাঁচ ফার্মেসীকে জরিমানা ও জব্দকৃত ঔষুধ ধ্বংস করা হয়েছে।

বুধবার (১ মার্চ) দুপুর ১২দিকে উপজেলার চিরিঙ্গা/পৌরশহরস্হ ফার্মেসীতে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন,উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জেপি দেওয়ান।

অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জেপি দেওয়ান বলেন, উপজেলার চিরিঙ্গা ইউপি/পৌরশহরস্হ বিভিন্ন ফার্মেসীকে তল্লাশী করা হয়।  তৎমধ্য পাঁচটি ফার্মেসীতে সরকারী অনুমোদনহীন নিষিদ্ধ ও ভেজাল ঔষুধ ক্রয়-বিক্রয় করে আসছে। সে সুবাধে নিষিদ্ধ ঔষুধগুলো জব্দ করি। পরে জব্দকৃত ঔষুধ পাওয়ার ভিত্তিতে পাঁচ ফার্মেসীকে মোট ১লক্ষ ৯০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এরপর জব্দকৃত ঔষুধগুলো মধ্য একলক্ষ টাকার ঔষুধ ধ্বংস করা হয়েছে।

এসময় উপস্হিত ছিলেন-ঔষুধ প্রশাসন অধিদপ্তরের, ঔষুধ তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত), কাজী মোহাম্মদ ফরহাদ, চকরিয়া থানা, আনসার  প্রশাসনও সার্বিক সহযোগিতা করেছেন।

পাঠকের মতামত: