এম.মনছুর আলম, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে জিয়াউর রহমান(৩০)ওরফে ছৈয়দ আলম নামের নারী নির্যাতন মামলার এক পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুর দুইটার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের বুডিপুকুর মাছঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।। ধৃত আসামী ডুলাহাজারা ইউনিয়নের দক্ষিণ রংমহল এলাকার ছৈয়দুল কবির (প্রকাশ)কবির বৈদ্যের ছেলে।
পুলিশ সুত্রে জানাগেছে, সোমবার দুপুরের দিকে চকরিয়া থানা পুলিশের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলার চিরিংগা ইউনিয়নের বুডিপুকুর মাছঘাট এলাকায়। অভিযানে পুলিশ সিআর-৫৯৩/১৮ মামলায় আদালতের পরোয়াভুক্ত জিয়াউর রহমান নামে পালাতক এক আসামী গ্রেপ্তার করেন।
থানার ওসির নির্দেশে থানার এএসআই সাজু প্রতাপ দাশের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ধৃত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ওই আসামীর বিরুদ্ধে নারী নির্যাতন মামলায় আদালত গ্রেফতারী পরোয়ানা জারী ছিল। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত পালাতক এক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাঁর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা রয়েছে।ধৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান। ##
পাঠকের মতামত: