ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ খোকন প্রকাশ গুরা মিয়াকে (৩৮) গ্রেফতার করা হয়েছে।  আজ সোমবর বিকেলে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ফাঁসিয়া খালী ইউনিয়নের হাজিয়ান এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত গুরা মিয়া ওই এলাকার মৃত আবছার উদ্দিনের ছেলে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার পুলিশ ওসি (তদন্ত) অরুপ চৌধুরী। তিনি বলেন, প্রতিবেশি এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় আসামি মো.খোকনের বিরুদ্ধে ২০১৯ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়।
পরে দায়েরকৃত ওই মামলায় আদালত কতৃক আসামী খোকনকে যাবজ্জীবন সাজা প্রদান করা হয়। সেই থেকে আসামি পুলিশের গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে পলাতক ছিলেন।

তিনি বলেন, সর্বশেষ আজ সোমবার বিকেলে থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকা থেকে পলাতক আসামি গুরা মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি তদন্ত অরূপ চৌধুরী।

পাঠকের মতামত: