ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় দেড়শ শিশুকে ফ্রি খতনা সেবা দিয়েছে কৈয়ারবিল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া-পেকুয়া আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক হেদায়েত উল্লাহ । বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রশিবিন কক্সবাজার জেলা সভাপতি মুছা ইবনে হোসাইন বিপ্লব । কৈয়ারবিল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম হারুনর রশীদের সার্বিক ব্যবস্থাপনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুর, শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা সভাপতি শরিফুল আমিন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাষ্টার জুনায়েদুল হক, পৌর শ্রমিক কল্যাণের সভাপতি শওকত ওসমান, বিশিষ্ট ব্যাংকার ইব্রাহিম রাজা ইবু।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, কৈয়ারবিল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এই শুভকাজের জন্য ধন্যবাদ জানাই। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের অসহায় ও বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্যসহ মানুষের মৌলিক চাহিদা পুরণে সবসময় সচেষ্ট এই সংগঠন। তিনি আরো বলেন, মানুষের সেবা করার মধ্যে যে তৃপ্তি পাওয়া যায় তা অন্য কোন কাজে পাওয়া যায়না । আগামীতেও সমাজের সুবিধা বঞ্চিতদের পাশে থাকবে আমরা বিশ্বাস করি।

পাঠকের মতামত: