ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় দেড়শ পত্রিকাসহ হকার সমিতির সভাপতি ইউনুসের বাই সাইকেল চুরি

নিজস্ব প্রতিবেদক চকরিয়া ::
চকরিয়ায় পত্রিকা হকার সমিতির সভাপতি মোঃ ইউনুস (৪০) এর দেড়শ বিভিন্ন পত্রিকাসহ সাইকেল চুরির ঘটনা ঘটেছে। ১৭ ফেব্রুয়ারী (শুক্রবার) সন্ধ্যায় চকরিয়া থানা সেন্টারস্থ জামে মসজিদের সামনে এই চুরির ঘটনা ঘটে। এদিকে সাইকেলসহ পত্রিকা চুরি হওয়ায় হকার মোঃ ইউনুস গতকাল অনেক গ্রাহকের কাছে পত্রিকা পৌঁছে দিতে পারেননি বলে জানা গেছে।
পত্রিকা হকার ইউনুস জানান, গত প্রায় দুই যুগ ধরে তিনি চকরিয়া উপজেলা পরিষদ এরিয়ায় পত্রিকার হকার হিসেবে কর্মরত রয়েছেন। প্রতিদিন সকালে বাইসাইকেল সাইকেলযোগে বিভিন্ন এলাকায় পত্রিকা সরবরাহ করে থাকেন। একইভাবে ১৭ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় ও তিনি যথারীতি সাইকেলযোগে পত্রিকা বিক্রি করতে থাকেন। পত্রিকা বিক্রি করতে করতে মাগরিবের আযান হয়ে যাওয়ায় চকরিয়া থানা সেন্টারস্থ মিরাজ এন্টারপ্রাইজ দোকানের সামনে পত্রিকাসহ সাইকেলটি রেখে থানা সেন্টার বায়তুল মামুর থানা জামে মসজিদে নামাজ পড়তে ঢুকে যায়। নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে দেখেন পত্রিকাসহ সাইকেল কে বা কারা নিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পরও সাইকেল ও পত্রিকার কোন খোঁজ মেলেনি।
হকার মোঃ ইউনুস পত্রিকাসহ চুরি হয়ে যাওয়া তার সাইকেলটি খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, এখনো এ বিষয়ে কোন ধরনের অভিযোগ পাওয়া যায়নি। এরপরও বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।##

পাঠকের মতামত: