আজ রোববার (১ডিসেম্বর) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে চলমান ইজিপিপি প্লাস প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দাস, উপ-সহকারী প্রকৌশলী মামুন শেখ, বিএনপি নেতা মোছলেম উদ্দিন মোস্তাকসহ স্থানীয় গণ্যমান্য বিভিন্ন ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে ইউএনও আতিকুর রহমান সাংবাদিকদের জানান, স্থানীয় জনগোষ্ঠীর গ্রামীণ অর্থনীতি ও অবকাঠামো উন্নয়ন সচল রাখার পাশাপাশি কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখবেন দুর্যোগ মন্ত্রণালয়ের ইজিপিপি প্লাস প্রকল্প। দেশের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণসহ মাটি দ্বারা উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।
পাঠকের মতামত: