প্রকাশ:
২০২৪-১০-০৯ ০৬:৫৫:৫৬
আপডেট:২০২৪-১০-০৯ ০৬:৫৯:২০
এম জিয়াবুল হক, চকরিয়া ::
আসন্ন শারদীয় দুর্গোৎসব ঘিরে যদি কোন অপশক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, তাহলে তাঁদের কিন্তু ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। যারা সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে কঠিন শস্তির মুখোমুখি করা হবে। অপরদিকে মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যায়, কতিপয় লোকজন গুজব ছড়িয়ে উস্কানিমূলক বিভিন্ন পোস্ট দিচ্ছে। এসব গুজবকে কোনভাবেই আমলে নেয়া যাবে না। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে উস্কানিমূলক পোস্ট দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে চিহ্নিত করে র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।
গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গনে উপজেলা পুজা উদযাপন পরিষদ ও পূজা মন্ডপ কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন র্যাব ১৫ কক্সবাজার এর কমান্ডিং অফিসার লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন।
তিনি বলেন, চকরিয়া কক্সবাজারসহ পুরো জেলায়
দুর্গাপূজা যাতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সেইজন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। কোন ধরনের গুজবে কান দেয়া যাবে না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। অপরাধীদের কোন ধর্ম নাই। তাদের কোন দল নেই। আপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। অপরাধী যে হোক তাদের আইনের আওতায় আনা হবে।
লে.কর্ণেল সাজ্জাদ হোসেন আরও বলেন, চকরিয়া সম্পর্কে আমার অভিজ্ঞতা রয়েছে। চকরিয়ায় ৪৭টি পূজামন্ডপে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে উৎসব পালন করতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা করবে।
মতবিনিময় অনুষ্টানে র্যাব কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, বাঙালির এই শারদীয় দুর্গোৎসব নিরবিচ্ছিন্ন ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সারাদেশের ন্যায় পুরো কক্সবাজার জেলাজুড়ে র্যাব ব্যাপকভাবে তৎপর রয়েছে। অতএব পূজামন্ডপসহ আশপাশ এলাকায় এলিট ফোর্স র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কয়েকস্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।
চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ দাশ এর উপস্থাপনায় ও চকরিয়া উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি তপন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চকরিয়া থানার ওসি মনজুরুল কাদের ভূইয়া, চকরিয়া পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. গিয়াসউদ্দিন, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথ, চকরিয়া পৌরসভা পূজা উৎযাপন কমিটির সভাপতি টিটু বসাক, সহসভাপতি সুধাংসু সুশীল।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, র্যাব ১৫ এর কোম্পানি কমান্ডার মেজর সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামাল হোসেন, চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজীব কুমার সাহা। এছাড়া অনুষ্ঠানে চকরিয়া পৌরসভা বিএনপি, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, চকরিয়া উপজেলা, চকরিয়া পৌরসভা পুজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দির ও মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
- চকরিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
- চকরিয়ায় টিসিবির ডিলারশীপ নিয়ে জালিয়াতির অভিযোগে দু’জনের বরাদ্দ স্থগিত
- খাদ্য সংকটে বনের হিংস্র হাতি এখন লোকালয়ে
- চকরিয়ায় মা-মেয়ে হত্যার ঘাতক খুনি মেহেদী ও তার সহযোগীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
- চকরিয়ায় সেবা নিশ্চিতে তিনটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
- আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ, কক্সবাজার’র পারিবারিক মিলনমেলা সম্পন্ন
- চকরিয়ায় প্রতিনিয়ত লোকালয়ে হানা দিচ্ছে বন্যহাতির পাল, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
- ঈদগাঁও উপজেলা বাপার সমন্বয় সভায় কমিটি গঠন
- চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান পুকুরে, চালক নিহত
- চকরিয়া এডভোকেট এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন
- কুতুবদিয়া উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত
- চকরিয়ায় মা-মেয়ে হত্যার ঘাতক খুনি মেহেদী ও তার সহযোগীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
- চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান পুকুরে, চালক নিহত
- চকরিয়ায় সেবা নিশ্চিতে তিনটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
- চকরিয়া এডভোকেট এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন
- চকরিয়ায় প্রতিনিয়ত লোকালয়ে হানা দিচ্ছে বন্যহাতির পাল, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
- খাদ্য সংকটে বনের হিংস্র হাতি এখন লোকালয়ে
- ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিন ভ্রমণ
- ঈদগাঁও উপজেলা বাপার সমন্বয় সভায় কমিটি গঠন
- কুতুবদিয়া উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত
- চকরিয়ায় টিসিবির ডিলারশীপ নিয়ে জালিয়াতির অভিযোগে দু’জনের বরাদ্দ স্থগিত
- আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ, কক্সবাজার’র পারিবারিক মিলনমেলা সম্পন্ন
পাঠকের মতামত: